Birbhum News: সুখবর! সুখবর! সোনাঝুরির হাট এ বার থেকে সপ্তাহে ছ'দিন! বন্ধ থাকবে কবে? না জানলেই বিপদ!

Last Updated:

Birbhum News: সোনাঝুরির হাট এক জনপ্রিয় জায়গা,আর এই হাট নিয়ে ঘোষণা হয়েছে এক বড় সিদ্ধান্ত,না জানলে পস্তাতে হবে।

+
সোনাঝুরি

সোনাঝুরি হাট।

বোলপুর, বীরভূম: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের শহর বোলপুর, শান্তিনিকেতন। পর্যটকদের কাছে শান্তিনিকেতনে কবিগুরুর বিভিন্ন দর্শনীয় স্থান দেখার পর এক পছন্দের জায়গা সোনাঝুরি হাট। এ বার থেকে সেই হাট সপ্তাহে চার দিনের বদলে ছ’দিন খোলা থাকবে।এই হাটটি হস্তশিল্পের জন্য বিখ্যাত। এখানে স্থানীয় শিল্পীরা তাঁদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী যেমন পটচিত্র, মাটির পাত্র, কাঠের কাজ, বাটিক প্রিন্টের পোশাক-সহ বহু জিনিস বিক্রি করেন। এই হাটটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।শুধু মাত্র কেনাকাটার জন্য নয়, বরং স্থানীয় সংস্কৃতি ও শিল্পের প্রদর্শনীর জন্যও জনপ্রিয়তা লাভ করেছে এই হাট।
এমন কোনও পর্যটক নেই যারা শান্তিনিকেতনে বেড়াতে এসে সোনাঝুরি হাটে এক বারও যাননি। কাজেই সপ্তাহে ছ’দিন সোনাঝুরি হাট খোলা থাকলে পর্যটকদের পাশাপাশি উপকৃত হবেন এখানকার হস্তশিল্পী এবং ব্যবসায়ীরাও। প্রসঙ্গত এই সোনাঝুরির হাট শনি এবং রবিবার খোলা হত এতদিন। এলাকার কয়েকজন স্থানীয় শিল্পীরা নিছক ছোটভাবে এই হাটের শুরু করেন। তবে এই হাট বর্তমানে বিরাট জায়গা জুড়ে আয়োজন হয়ে থাকে। হাটের চাহিদা তুঙ্গে থাকার কারণে বিগত কয়েক মাস ধরে সোনাঝুরি হাট সপ্তাহে চার দিন ‌অর্থাৎ শনি থেকে মঙ্গলবার পর্যন্ত খোলা থাকত।
advertisement
কিন্তু সামনেই বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজোর সময় এগিয়ে আসায় এবং ক্রমবর্ধমান ক্রেতাদের চাহিদার কারণে হাটের দিন বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দেয়। এই পরিস্থিতিতে, সোনাঝুরি হাট কর্তৃপক্ষ স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের কাছে হাটের দিন বাড়ানোর আবেদন করেছিলেন। তাঁদের এই আবেদন মঞ্জুর হওয়ায়, এখন এই হাটটি সপ্তাহে ছ’দিন খোলা থাকবে। শুধুমাত্র বুধবার বন্ধ থাকবে।
advertisement
advertisement
এই নতুন সিদ্ধান্তের ফলে অনেক শিল্পী যাঁরা তাঁদের জীবিকা নির্বাহের জন্য হাটের উপর নির্ভর করেন, তাঁরা উপকৃত হবেন। পুজোর আগে অতিরিক্ত দিনগুলিতে বিক্রির সম্ভাবনা বাড়বে, যা শিল্পীদের অর্থনৈতিক স্থিতিশীলতায় সাহায্য করবে। তবে সূত্রের পাওয়া খবর অনুযায়ী বুধবার অর্থাৎ যেদিন সোনাঝুরির হাট বন্ধ থাকবে সেই দিন হাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষরোপণের কাজ চলবে বলে জানা যায়।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: সুখবর! সুখবর! সোনাঝুরির হাট এ বার থেকে সপ্তাহে ছ'দিন! বন্ধ থাকবে কবে? না জানলেই বিপদ!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement