Birbhum news: রাজ‍্যে পঞ্চম স্থানে শান্তিনিকেতনের হৃশিতা, ভবিষ‍্যতে IFS অফিসার হতে চায় কেন?

Last Updated:

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় পঞ্চম স্থানে শান্তিনিকেতনের নবনালন্দা স্কুলের ছাত্রী ঋষিতা সিংহ মহাপাত্র। সে কলাবিভাগের ছাত্রী। ভবিষ্যতে ইণ্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেওয়ার ইচ্ছে ঋষিতার।

+
উচ্চমাধ্যমিকের

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় পঞ্চম স্থানে ঋষিতা সিংহ মহাপাত্র 

বীরভূম: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় পঞ্চম স্থানে শান্তিনিকেতনের নবনালন্দা স্কুলের ছাত্রী ঋষিতা সিংহ মহাপাত্র। সে কলা বিভাগের ছাত্রী। তাতেই গর্বিত স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে পরিজন৷ ভবিষ্যতে ইণ্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেওয়ার ইচ্ছে ঋষিতার।
এদিন উচ্চমাধ্যমিকে ফল প্রকাশিত হয়৷ বীরভূম জেলা থেকে ৩ জন মেধাতালিকায় দশের মধ্যে জায়গা করে নিয়েছে। শান্তিনিকেতনের নবনালন্দা স্কুল থেকে ৪৯২ নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে ঋষিতা সিংহ মহাপাত্র৷ ৪৯০ নম্বর পেয়ে সপ্তম স্থান অধিকার করেছে রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র সুমিত মুখোপাধ্যায় ও সিউড়ি জেলা স্কুলের ছাত্র অভিরূপ পাল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হঠাৎ আবহাওয়ার বিরাট বদল! ভাঙল একমাত্র সম্বল বাড়িও, মাথায় হাত পরিবারের
ঋষিতা জানায়, “আমি একটানা বেশিক্ষণ পড়তে পারতাম না ৷ পড়াশোনা ছাড়াও গল্পের বই পড়ার প্রতি আগ্রহ খুব ৷ ইতিহাস বিষয়টা বেশি আকৃষ্ট করত ৷ কলা বিভাগ থেকে মেধা তালিকায় জায়গা করে নেওয়ায় খুশি স্কুলের শিক্ষকেরাও৷ তবে ঋষিতা যে উচ্চমাধ্যমিকে ভাল ফল করবে তা নিয়ে আশাবাদী ছিলেন স্কুলের প্রধান শিক্ষক গৌরগোপাল চট্টোপাধ্যায়। ঋতিষা বলেন, “ভবিষ্যতে ইণ্ডিয়ান ফরেন সার্ভিস নিয়ে পড়াশোনার ইচ্ছে আছে৷ আগামীতে তার জন্য প্রস্তুতি নেব। আমার সাফল্যের পিছনে বাবা-মা ও শিক্ষকদের প্রচুর অবদান। প্রচণ্ড সহযোগিতা পেয়েছি সবার থেকে।”
advertisement
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum news: রাজ‍্যে পঞ্চম স্থানে শান্তিনিকেতনের হৃশিতা, ভবিষ‍্যতে IFS অফিসার হতে চায় কেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement