Birbhum news: রাজ‍্যে পঞ্চম স্থানে শান্তিনিকেতনের হৃশিতা, ভবিষ‍্যতে IFS অফিসার হতে চায় কেন?

Last Updated:

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় পঞ্চম স্থানে শান্তিনিকেতনের নবনালন্দা স্কুলের ছাত্রী ঋষিতা সিংহ মহাপাত্র। সে কলাবিভাগের ছাত্রী। ভবিষ্যতে ইণ্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেওয়ার ইচ্ছে ঋষিতার।

+
উচ্চমাধ্যমিকের

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় পঞ্চম স্থানে ঋষিতা সিংহ মহাপাত্র 

বীরভূম: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় পঞ্চম স্থানে শান্তিনিকেতনের নবনালন্দা স্কুলের ছাত্রী ঋষিতা সিংহ মহাপাত্র। সে কলা বিভাগের ছাত্রী। তাতেই গর্বিত স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে পরিজন৷ ভবিষ্যতে ইণ্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেওয়ার ইচ্ছে ঋষিতার।
এদিন উচ্চমাধ্যমিকে ফল প্রকাশিত হয়৷ বীরভূম জেলা থেকে ৩ জন মেধাতালিকায় দশের মধ্যে জায়গা করে নিয়েছে। শান্তিনিকেতনের নবনালন্দা স্কুল থেকে ৪৯২ নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে ঋষিতা সিংহ মহাপাত্র৷ ৪৯০ নম্বর পেয়ে সপ্তম স্থান অধিকার করেছে রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র সুমিত মুখোপাধ্যায় ও সিউড়ি জেলা স্কুলের ছাত্র অভিরূপ পাল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হঠাৎ আবহাওয়ার বিরাট বদল! ভাঙল একমাত্র সম্বল বাড়িও, মাথায় হাত পরিবারের
ঋষিতা জানায়, “আমি একটানা বেশিক্ষণ পড়তে পারতাম না ৷ পড়াশোনা ছাড়াও গল্পের বই পড়ার প্রতি আগ্রহ খুব ৷ ইতিহাস বিষয়টা বেশি আকৃষ্ট করত ৷ কলা বিভাগ থেকে মেধা তালিকায় জায়গা করে নেওয়ায় খুশি স্কুলের শিক্ষকেরাও৷ তবে ঋষিতা যে উচ্চমাধ্যমিকে ভাল ফল করবে তা নিয়ে আশাবাদী ছিলেন স্কুলের প্রধান শিক্ষক গৌরগোপাল চট্টোপাধ্যায়। ঋতিষা বলেন, “ভবিষ্যতে ইণ্ডিয়ান ফরেন সার্ভিস নিয়ে পড়াশোনার ইচ্ছে আছে৷ আগামীতে তার জন্য প্রস্তুতি নেব। আমার সাফল্যের পিছনে বাবা-মা ও শিক্ষকদের প্রচুর অবদান। প্রচণ্ড সহযোগিতা পেয়েছি সবার থেকে।”
advertisement
Subhadip Pal
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum news: রাজ‍্যে পঞ্চম স্থানে শান্তিনিকেতনের হৃশিতা, ভবিষ‍্যতে IFS অফিসার হতে চায় কেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement