WB HS 12th Result 2023: ব্যান্ডের লিড সিঙ্গার, আর পড়াশোনার সময়? উচ্চ মাধ্যমিকের সব ছক ভেঙে দিলেন প্রথম শুভ্রাংশু

Last Updated:

WB HS 12th Result 2023: আগামীদিনে অর্থনীতি নিয়ে পড়াশুনা করার ইচ্ছে রয়েছে তাঁর ৷ মিশনের ছাত্রদের নিয়ে যে ব্যান্ড রয়েছে জোনাকি তাঁর একসময় লিড সিঙ্গার ছিল শুভ্রাংশু ৷

+
প্রথম

প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার।

নরেন্দ্রপুর: সারাদিনে মাত্র ৪ ঘন্টা পড়েই উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম নরেন্দ্রপুর রামকৄষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার ৷ সোশ‍‍্যাল মিডিয়ায় তার কার্যত কোনও বিচরণ নেই ৷ আগামীদিনে অর্থনীতি নিয়ে পড়াশুনা করার ইচ্ছে রয়েছে তাঁর ৷ মিশনের ছাত্রদের নিয়ে যে ব্যান্ড রয়েছে জোনাকি তাঁর একসময় লিড সিঙ্গার ছিল শুভ্রাংশু ৷ আজকেও সবার আবদারে দুকলি গান গেয়ে শোনায়  – ‘বন্ধু তোমায় কি গান শোনাবো এই বিকেল বেলায়’ ৷
স্কুলের শিক্ষকরা তাঁকে খুব সাহায্য করেছে ৷ এছাড়া তাঁকে সবথেকে বেশি সাহায্য করেছে স্কুলের লাইব্রেরি ৷ যেখানে সময় কাটাতে ও পড়াশুনা করতে পছন্দ করত ৷ বন্ধুদের সঙ্গে পড়াশুনা নিয়ে প্রতিযোগিতা ছিল ৷ তবে তা সুস্থ প্রতিযোগিতা ৷ শুভ্রাংশুর বক্তব্য ভাল রেজাল্টের ব্যাপারে সে আশাবাদী ছিল ৷ তবে একেবারে প্রথম হবে সেটা ভাবেনি ৷ ভাল রেজাল্ট বা পড়াশুনা করার জন্য একটা প্যাশন থাকতে হবে মত শুভ্রাংশুর ৷ শুভ্রাংশুর বাবা তাপস সরদার পিক আপ ভ্যান চালান ৷ বাড়িতে অর্থাভাব রয়েছে ৷
advertisement
advertisement
মোবাইলেই তাঁরা জানতে পারেন ছেলের প্রথম হওয়ার খবর ৷ তাঁর বক্তব্য জেদ থাকতে হবে তবেই জীবনের সাফল্য আসবে ৷ গিফট হিসেবে বই সবসময় পছন্দ করত ৷ এমনকী পুজোর সময় নতুন জামা কাপড়ের বদলে বই নিত শুভ্রাংশু ৷ মা বাড়িতেই টুকটাক সেলাইয়ের কাজ করতেন ৷ তিনি জানান ছেলে একটু ফুডি ৷ খেতে ভালোবাসে ৷ বিরিয়ানি, চাইনিজ খাবার শুভ্রাংশুর পছন্দ বলে জানালেন তাঁর মা শম্পা সরদার ৷
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB HS 12th Result 2023: ব্যান্ডের লিড সিঙ্গার, আর পড়াশোনার সময়? উচ্চ মাধ্যমিকের সব ছক ভেঙে দিলেন প্রথম শুভ্রাংশু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement