Birbhum News: বোলপুরের পাশেই রয়েছে একটি গ্রাম, তবে সত্যি এটা কোন‌ও গ্রাম নয়! কী আছে এখানে?

Last Updated:

Birbhum News: বীরভূমের বোলপুর শান্তিনিকেতন। কমবেশি সকল পর্যটকদের কাছে শান্তিনিকেতন এক পরিচিত জায়গা। প্রত্যেকদিন দূর দুর্দান্ত থেকে বহু পর্যটক এই শান্তিনিকেতন ভ্রমণের জন্য আসেন। আর এই শান্তিনিকেতন একাধিক দেখার জায়গা রয়েছে। পাশাপাশি রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।

+
সৃজনী

সৃজনী শিল্প গ্রাম 

বীরভূম: বীরভূমের বোলপুর শান্তিনিকেতন। কমবেশি সকল পর্যটকদের কাছে শান্তিনিকেতন এক পরিচিত জায়গা। প্রত্যেকদিন দূর দুর্দান্ত থেকে বহু পর্যটক এই শান্তিনিকেতন ভ্রমণের জন্য আসেন। আর এই শান্তিনিকেতন একাধিক দেখার জায়গা রয়েছে। পাশাপাশি রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
কিন্তু আপনি কি জানেন এই বোলপুরের মধ্যে এমন একটি গ্রাম রয়েছে আদতে কিন্তু সেটি কোনও গ্রামই নয়! কী শুনে হকচকিয়ে যাচ্ছেন? কিন্তু এটা একদম সত্যি!
আরও পড়ুন: ‘দাদা, এটা আমার বার্থ…’, 3AC কোচে রিজার্ভ সিটে ঘুমন্ত লোকটিকে ডেকে তুললেন প্যাসেঞ্জার, পরক্ষণেই চরম কাণ্ড, TTE আসতেই পায়ের তলা থেকে সরল মাটি!
আসলে কবিগুরুর এই শান্তিনিকেতনে অনেক জায়গাই রয়েছে দেখার মতো। যেমন খোয়াইয়ের হাট থেকে শুরু করে গোয়ালপাড়া, আমার কুটির একাধিক জায়গা রয়েছে যেখানে ফিরে ফিরে আসেন পর্যটকের দল। কিন্তু অনেকেই এই সৃজনী গ্রামের কথা জানেন না।
advertisement
advertisement
শান্তিনিকেতন থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এই গ্রাম। এখানে এক ছাদের তলায় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির জীবনযাত্রা দেখা যাবে অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে এই এলাকাটি। বোলপুর থেকে টোটো করে চলে আসা যায় এখানে। উত্তর-পূর্ব ভারতের একাধিক শিল্পীর তৈরি সৃষ্টি রয়েছে এই সৃজনী গ্রামে। এখানে রাঢ়বঙ্গের মানুষের উৎসব, লোক সংস্কৃতি থেকে শুরু করে আদিবাসী সাঁওতালিদের উৎসব তাঁদের জীবন যাত্রা দেখানো হয়েছে।
advertisement
এমনকী উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গার মানুষের জীবন যাত্রা দেখানো হয়েছে বিভিন্ন শিল্পের মাধ্যমে। শিল্পীদের তৈরি কাজ মুগ্ধ করবে আপনাকে এই কথা বলার অপেক্ষা রাখে না।
তবে এবার প্রশ্ন এই গ্রামের প্রবেশ মূল্য ঠিক কত! আর কখন থেকে কখন পর্যন্ত এই গ্রাম ঘুরে দেখা যায়। মূলত এখানে প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য মাত্র ৩০ টাকা। অন্যদিকে ৫ থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য মাত্র ১০ টাকা। আর এখানে যদি আপনি ক্যামেরা বা মোবাইল এর মাধ্যমে ফটো শ্যুট করতে চান শুধুমাত্র নিজের ব্যবহারের জন্য তাহলে আপনাকে দিতে হবে ৫০ টাকা।
advertisement
পাশাপাশি আপনি যদি পেশাগত কাজের জন্য এই গ্রামে যান তাহলে প্রত্যেক ঘণ্টা হিসেবে আপনাকে দিতে হবে হাজার টাকা। অন্যদিকে ফিল্ম বা ভিডিও শ্যুট করতে গেলে আপনাকে প্রত্যেক ঘণ্টার জন্য দিতে হবে ২০০০ টাকা। টিকিট কেনার সময় সকাল ০৯:৩০ থেকে বিকেল ০৪:৩০ এবং আপনি এই জায়গাটি ঘুরে দেখতে পারবেন সকাল ৯:৩০ থেকে বিকেল ০৫:০০ টা পর্যন্ত।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বোলপুরের পাশেই রয়েছে একটি গ্রাম, তবে সত্যি এটা কোন‌ও গ্রাম নয়! কী আছে এখানে?
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement