Birbhum News: বীরভূমের সিউড়িতে তৈরি হল ‘পিঙ্কি দল’! পুরপ্রধান বললেন, ‘এটাই হল নব জোয়ার!’

Last Updated:

১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান, এই ওয়ার্ডে সাত হাজার ভোটার, এগারো হাজার বাসিন্দা। এখনও পর্যন্ত কাউন্সিলরের অফিস এলাকার ৫ হাজার ০১৬ জনের ফোন নম্বর সংগ্রহ করা হয়েছে।  তৈরি হয়েছে এলাকায় ২০ জনের ‘পিঙ্কি দল’। যাঁরা এলাকার মহিলা বাহিনী, তাঁদের কাজ অভিযোগের ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে এলাকায় গিয়ে অভিযোগ খতিয়ে দেখে কাউন্সিলর পিঙ্কি দাসকে সেই রিপোর্ট জানানো।

বীরভূম: পুরসভা এলাকায় জনসম্পর্ক বাড়াতে বীরভূমের সিউড়ির ১৮ নম্বর ওয়ার্ডে চালু হল ‘পিঙ্কি দল’। জন্মাষ্টমীর দিনে আনুষ্ঠানিকভাবে বীরভূমের সিউড়ির হাটজনবাজারের একটি স্কুলে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি দাস উদ্বোধন করলেন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ৷ আর সেই গ্রুপে যোগ করলেন ২০ জন সদস্য৷ নাম হল ‘পিঙ্কি দল’।
এই বছরই সিউড়ি- ২ নম্বর ব্লক থেকে বেশ কিছুটা এলাকা যুক্ত হয়েছে সিউড়ির ১৮ নম্বর ওয়ার্ডের সঙ্গে। ২২৭ থেকে ২২৯ তিনটি মৌজার সঙ্গে হাটজনবাজার কলোনি নিয়ে নতুন করে পুরসভার এই ১৮ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে এলাকার মানুষজন অনেকেই জানেন না পুরসভার অন্তর্ভুক্ত হলে তারা কী কী সুবিধা পেতে পারেন। তৃণমূল সূত্রের দাবি, বিগত কয়েক মাসে এলাকার বাসিন্দাদের পুর পরিষেবা নিয়ে বুঝিয়ে দিতে বিশেষ উদ্যোগী হয়েছেন পিঙ্কি দাস ও তাঁর স্বামী তৃণমূল যুব নেতা পবিত্র দাস।
advertisement
এবার এলাকায় পরিষেবা পৌঁছে দিতে পিঙ্কি দাস চালু করলেন হোয়াটসঅ্যাপ নম্বর। এছাড়াও, জানানো হয়েছে, হোয়াটস অ্যাপ নম্বরে তো বটেই একইসঙ্গে ১৮ নম্বর ওয়ার্ডে হাটজনবাজার ও কলোনি দু’টি তৃণমূলের পার্টি অফিসে গিয়েও নিজেদের অভাব-অভিযোগ জানিয়ে আসতে পারবেন এলাকাবাসী।
advertisement
আরও পড়ুন: ১৫ দিনের মধ্যেই রাজ্যের সব গার্লস স্কুলে CCTV! যাদবপুর কাণ্ডের জের, নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্য সরকারের
১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান, এই ওয়ার্ডে সাত হাজার ভোটার, এগারো হাজার বাসিন্দা। এখনও পর্যন্ত কাউন্সিলরের অফিস এলাকার ৫ হাজার ০১৬ জনের ফোন নম্বর সংগ্রহ করা হয়েছে।  তৈরি হয়েছে এলাকায় ২০ জনের ‘পিঙ্কি দল’। যাঁরা এলাকার মহিলা বাহিনী, তাঁদের কাজ অভিযোগের ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে এলাকায় গিয়ে অভিযোগ খতিয়ে দেখে কাউন্সিলর পিঙ্কি দাসকে সেই রিপোর্ট জানানো।
advertisement
আরও পড়ুন: ‘২৬ পর্যন্ত যেতে হবে না…’, চব্বিশেই কি একসঙ্গে লোকসভা-বিধানসভা ভোট! জল্পনা উস্কে দিল শুভেন্দু অধিকারীর মন্তব্য
তাছাড়াও, মাসে একবার সেই মহিলার দায়িত্বে থাকা এলাকার ফোন নম্বরে ফোন করে তাঁর ওয়ার্ড এলাকার পরিষেবার মান যাচাই করবেন তিনি। ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি দাস বলেন,  “এই নম্বরে কাউন্সিলরকে ‘হাতের মুঠোয়’ ঘরে বসে পেয়ে যাবেন। নিকাশি নালা অপরিষ্কার, নিয়মিত পানীয় জল আসছে না, চাপা কল খারাপ৷ ছবি পাঠিয়ে দিন, নয় ফোনে বলুন। আমি চেষ্টা করছি ৪৮ ঘণ্টার মধ্যে মানুষকে পরিষেবা দেওয়ার।’’
advertisement
পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানিয়েছেন, “এটাই হল নব জোয়ার। সকলেই মানুষের পাশে থেকে এলাকায় কাজ করতে চাইছে। মুখ্যমন্ত্রীর প্রকলকের সুবিধা সকলের বাড়িতে পৌঁছে দিতে আমরা বন্ধ পরিকর। “
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বীরভূমের সিউড়িতে তৈরি হল ‘পিঙ্কি দল’! পুরপ্রধান বললেন, ‘এটাই হল নব জোয়ার!’
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement