Bhuban Badyakar: বাদাম কাকু-র কামব্যাক! সোশ্যাল মিডিয়ায় আবার ঝড় ভুবন বাদ্যকরের! পুজোর আগে চলে এল নতুন গান
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Bhuban Badyakar : বীরভূমের বাদাম কাকু ভুবন বাদ্যকর ফের শিরোনামে। একসময় পুরনো বাইকেই গেয়েছিলেন বিশ্বকাঁপানো গান “কাঁচা বাদাম”।
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের বাদাম কাকু ভুবন বাদ্যকর ফের শিরোনামে। একসময় পুরনো বাইকেই গেয়েছিলেন বিশ্বকাঁপানো গান “কাঁচা বাদাম”। সেই বাইকেই চেপে এক সাধারণ বাদাম বিক্রেতা থেকে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে জনপ্রিয়তা হারিয়েছিল ভুবনের। অনেকেই ভেবেছিলেন, বাদাম কাকুর গল্প শেষ।
কিন্তু না, গল্পের মোড় ঘুরেছে। একেবারে নতুন বাইক কিনেছেন ভুবন বাদ্যকর। চকচকে সেই মোটরবাইকেই চেপে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, ভুবন নতুন বাইকে বসেই গাইছেন নতুন গান “বীরভূমেরই ছেলে আমি, নামটি হয় ভুবন”। নেই “কাঁচা বাদাম”-এর চেনা সুর, আছে একেবারে অন্যরকম ছন্দ।
ভুবনের নতুন বাইকটিই যেন এবার গানের নায়ক। রোদ ঝলমলে দুপুরে গ্রামের রাস্তা ধরে বাইক ছুটিয়ে গাইছেন তিনি। ভিডিও প্রকাশের পর মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা লিখছেন, ” যাক বাদাম কাকু এবার নতুন বাইক কিনলেন, দেখে খুব ভাল লাগল।”
advertisement
advertisement
আরও পড়ুন- স্কুল থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড়ধাক্কা! কাঠগড়ায় পরিচালন কমিটির সভাপতি
আবারও প্রমাণ করলেন বাদাম কাকু, স্বপ্নের গতি থামানো যায় না। নতুন সুরের সাথে নতুন বাইকের ইঞ্জিনও যেন বাজিয়ে চলেছে তাঁর প্রত্যাবর্তনের জয়গান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 16, 2025 7:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bhuban Badyakar: বাদাম কাকু-র কামব্যাক! সোশ্যাল মিডিয়ায় আবার ঝড় ভুবন বাদ্যকরের! পুজোর আগে চলে এল নতুন গান








