জলমগ্ন অঙ্গনওয়াড়ি, সাপ-পোকায় শিশুদের আতঙ্ক!

Last Updated:

বীরভূমের তাঁতীপাড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জলমগ্ন ঘর, সাপ-পোকায় আতঙ্কিত খুদেরা, নীরব প্রশাসনের বিরুদ্ধে ফুঁসে উঠলেন অভিভাবকরা

+
অঙ্গনওয়াড়ি

অঙ্গনওয়াড়ি কেন্দ্র জলমগ্ন অবস্থায়

সুদীপ্ত গড়াই, বীরভূম: একদিকে “সর্বশিক্ষা অভিযান”, অন্যদিকে জলমগ্ন ভবন! শিশুর উন্নতির স্বপ্ন চোখে থাকলেও বাস্তব ভীষণ করুণ। বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধীবরপাড়া ১২৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চিত্র যেন অবিশ্বাস্য।
একটু বৃষ্টি হলেই জলে থইথই হয়ে ওঠে পুরো অঙ্গনওয়াড়ি ভবন। পঠন পাঠন তো দূরের কথা, শিশুদের বসার জায়গাটুকুও থাকে না। রান্নাঘর থেকে ক্লাসঘর, সব কিছুতেই জমে থাকে জল। এর মধ্যেই প্রবেশ করে বিষধর সাপ, বিছে, পোকা-মাকড়। আতঙ্কে কেউ সন্তানকে পাঠাতে চায় না এই শিক্ষাকেন্দ্রটিতে। স্থানীয় বাসিন্দা ঝুম্পা ধীবরের কথায়, “বাচ্চারা বসতে পারে না, পড়াশোনা বন্ধ। আমরা ভয় পাই। সাপ-বিছে, পোকামাকড় উঠে আসে জলের সঙ্গে।
advertisement
শুধু স্থানীয়রাই নন, রাজনগর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার গড়াই নিজেও প্রশ্ন তোলেন, যাদের উন্নতি চাই, সেই শিশুরাই আজ অস্বাস্থ্যকর পরিবেশে! এভাবে কীভাবে ভবিষ্যৎ গড়বে?
advertisement
অভিযোগ , বছরের পর বছর এই সমস্যা থাকলেও নীরব থেকেছে আইসিডিএস, পঞ্চায়েত এবং ব্লক প্রশাসন। অঙ্গনওয়াড়ি কর্তৃপক্ষ একাধিকবার জানালেও কার্যত কোনও স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। রাজনগর পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কর্মাধ্যক্ষ চিত্রলেখা রায় বলেন, আমার কাছে এখনও পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। অভিযোগ এলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জলমগ্ন অঙ্গনওয়াড়ি, সাপ-পোকায় শিশুদের আতঙ্ক!
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement