Birbhum MLA Mosarraf Hossain: বিধায়ক যখন চিকিৎসক! দুঃস্থ-দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা করছেন !

Last Updated:

Birbhum MLA Mosarraf Hossain: বিধায়ক হয়েও ভোলেননি নিজের ডাক্তারির দায়িত্ব ! বিনামূল্যে মানুষের চিকিৎসায় ডক্টর মোশারফ হোসেন !

#বীরভূম : বিধায়ক মানেই তো তাঁরা মানুষের জন্য কাজ করবেন। কিন্তু অনেক সময়  বিধায়ক বা সাংসদ, আমজনতার ভোটে জনপ্রতিনিধি হয়ে ওঠা এমন মানুষগুলি সম্পর্কে নানান ধারণা তৈরি হয় সাধারণ মানুষদের মধ্যে। জনপ্রতিনিধি হয়ে ওঠা মানেই যেন তিনি ধরা ছোঁয়ার বাইরে! সব সময় কিন্তু তা হয় না।  এমন কিছু জনপ্রতিনিধি রয়েছেন যারা এই ধরনের ধ্যান-ধারণাকে বদলে দিচ্ছেন। সেইরকমই একজন প্রতিনিধি বিধায়ক হয়েও আর পাঁচটা চিকিৎসকের মতই নিজেকে পরিষেবা প্রদানে মগ্ন রেখেছেন। চিকিৎসা পরিষেবা প্রদান করার ক্ষেত্রে কোনরকম খামতি রাখেননি যে বিধায়ক তিনি হলেন ডাঃ মোশারফ হোসেন (Birbhum MLA Mosarraf Hossain) ।
এই চিকিৎসক একুশের বিধানসভা নির্বাচনে মুরারই বিধানসভা কেন্দ্র থেকে শাসকদল তৃণমূল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ভোটে জয়লাভ করেন। বিপুল ভোটে জয়লাভ করার পর বিধায়ক হলেও তিনি তার চিকিৎসা পরিষেবা সমানভাবে বজায় রেখেছেন। তার চিকিৎসা পরিষেবা সমানভাবে বজায় রাখার ছবি ধরা পড়লো বৃহস্পতিবার। এদিন বীরভূমের মুরারই স্টার ক্লাবের উদ্যোগে একটি বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এই চিকিৎসা শিবিরে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের আনা হয় সাধারণ দুঃস্থ দরিদ্র মানুষদের পরিষেবা দেওয়ার জন্য। আর এই শিবিরেই পরিষেবা দিতে লক্ষ্য করা গেল এলাকার বিধায়ক তথা শিশু বিশেষজ্ঞ মোশারফ হোসেনকে (Birbhum MLA Mosarraf Hossain) ।
advertisement
তিনি এদিন অন্যান্য চিকিৎসকদের মতোই ক্যাম্পে একের পর এক শিশুর চিকিৎসা করেন। এইভাবে বিধায়ক চিকিৎসকের হাতে চিকিৎসা পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে চিকিৎসক মোশারফ হোসেন আমাদের জানিয়েছেন, তিনি এর আগেও বিভিন্ন জায়গায় এমন বিনামূল্যে চিকিৎসা শিবিরে উপস্থিত হয়ে চিকিৎসা পরিষেবা দিয়েছেন। তবে বিধায়ক হওয়ার পর এই প্রথম তিনি এই ভাবে পরিষেবা দিলেন। একজন জনপ্রতিনিধি হিসেবে এমন পরিষেবা দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি আপ্লুত।
advertisement
advertisement
এর পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, আগামী দিনে এই বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় এমন বিনামূল্যে চিকিৎসা শিবির করা হবে এবং সেগুলিতেও তিনি উপস্থিত থেকে আর পাঁচটা চিকিৎসকের মতোই পরিষেবা দেবেন। অন্যদিকে এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, মুরারইয়ের অবস্থান ভৌগলিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
একদিকে এই এলাকা বীরভূমের শেষ প্রান্ত, অন্যদিকে রয়েছে ঝাড়খন্ড এবং মুর্শিদাবাদ।  যে কারণে এখানকার যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তা আগামীদিনের স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তরিত করার বিষয়ে স্বাস্থ্য দপ্তরে আবেদন জানানো হয়েছে। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তরিত হলে বহু মানুষ উপকৃত হবেন। কারণ এমনিতেই এই এলাকা থেকে রামপুরহাট প্রায় ৩৫ কিলোমিটার দূরে।
advertisement
মাধব দাস
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum MLA Mosarraf Hossain: বিধায়ক যখন চিকিৎসক! দুঃস্থ-দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা করছেন !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement