এই মন্দির দেখেছেন বহু মানুষ, কিন্তু আসল নাম অনেকে জানেন না! কোথায় বলুন তো?
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
প্রায় ৪০০ বছরের পুরনো এই স্থাপত্যের গায়ে টেরাকোটার সূক্ষ্ম শিল্পে ফুটে উঠেছে কৃষ্ণলীলা, পৌরাণিক কাহিনি ও দেবদেবীর মূর্তি।
ইলামবাজার, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের ইলামবাজার পেরিয়ে অজয়ের তীরের ছোট্ট জনপদ ‘জয়দেব’-এ পৌঁছলে প্রথমেই চোখে পড়ে শান্ত, গ্রামীণ পরিবেশ। এখানেই দাঁড়িয়ে আছে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী রাধাবিনোদের মন্দির, যা স্থানীয়দের কাছে ‘জয়দেবের মন্দির’ নামেই পরিচিত।
দ্বাদশ শতকের কবি জয়দেবের নামেই এই স্থানের নামকরণ। ইতিহাস বলছে, বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুর আনুমানিক ১৮৮৩ সালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় ৪০০ বছরের পুরনো এই স্থাপত্যের গায়ে টেরাকোটার সূক্ষ্ম শিল্পে ফুটে উঠেছে কৃষ্ণলীলা, পৌরাণিক কাহিনি ও দেবদেবীর মূর্তি।
advertisement
advertisement
মন্দিরের সেবায়েত মাধব অধিকারী জানালেন, জয়দেবে এলে শুধু মন্দির নয়, আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে। জয়দেবের সিদ্ধাশ্রম, রয়েছে একাধিক আশ্রম, যেখানে মেলার সময় হাজার হাজার মানুষ অন্ন-বস্ত্র বিতরণ করেন। আমাদের গরিবের মেলা। এখানে খাওয়া-থাকার জন্য কোনও খরচ লাগে না।
আরও পড়ুন : এই প্রকল্পে নাম লেখালেই কেল্লাফতে! সরকারি চাকরির সুযোগ হাতের মুঠোয়
স্থানীয় ব্যবসায়ী বিমল মণ্ডল বললেন, “সবচেয়ে বেশি ভিড় হয় ডিসেম্বরের ২৪-২৫ তারিখ থেকে জানুয়ারি পর্যন্ত। বর্ষাকালে ভিড় অনেকটাই কমে যায়। মন্দির ছাড়াও পর্যটকরা কুশেশ্বর ঘাট, মহাশ্মশান ও তিলোত্তমা মন্দিরের পিতলের রথ দেখতে আসেন। রথযাত্রা আমাদের বড় উৎসব।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জয়দেবের মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বীরভূমের সংস্কৃতি, শিল্প ও আতিথেয়তার প্রতীক। ইতিহাস, আধ্যাত্মিকতা আর নদীর ধারের শান্ত সৌন্দর্য মিলিয়ে এই গন্তব্য ভ্রমণপিপাসুদের মনে গেঁথে থাকে চিরকাল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 09, 2025 10:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এই মন্দির দেখেছেন বহু মানুষ, কিন্তু আসল নাম অনেকে জানেন না! কোথায় বলুন তো?