Amartya Sen : জমি মামলায় অর্মত্য সেনকে জারি করা বিশ্বভারতীর নোটিসে স্থগিতাদেশ আদালতের, পরবর্তী শুনানি ১৬  সেপ্টেম্বর

Last Updated:

Amartya Sen : সরকারি আইনজীবী শ্রীকান্ত রায় বলেন ‘‘যত দিন মামলা চলবে তত দিন উচ্ছেদের অর্ডার স্টে থাকবে ।’’

বিশ্বভারতী ও অর্মত্য সেনের জমি মামলা জিইয়ে রইল
বিশ্বভারতী ও অর্মত্য সেনের জমি মামলা জিইয়ে রইল
বোলপুর: বিশ্বভারতী ও অর্মত্য সেনের জমি মামলা জিইয়ে রইল। সিউড়ির জেলা আদালতের বিচারক পরবর্তী দিন ধার্য করলেন ১৬  সেপ্টেম্বর । ওই দিন পর্যন্ত বিশ্বভারতীর তরফ থেকে উচ্ছেদ করা যাবে না বলেই দাবি করলেন অর্মত্য সেনের আইনজীবী সৌমেন্দ্র রায়চৌধুরী । অন্যদিকে সরকারি আইনজীবী শ্রীকান্ত রায় বলেন ‘‘যত দিন মামলা চলবে তত দিন উচ্ছেদের অর্ডার স্টে থাকবে ।’’
প্রসঙ্গত, বিশ্বভারতীর  ১৩ ডেসিমেল জমি অর্মত্য সেন দখল করে আছেন বলে অভিযোগ । এই জমি নিয়েই হাইকোর্টের নির্দেশে মামলা চলছে সিউড়ির জেলা আদালতে । অর্মত্য সেনের আইনজীবী বলেন , ” দুই পক্ষের বক্তব্যই বিচারক শোনেন এবং শুনানি শেষে তিনি আবার পরবর্তী ১৬ সেপ্টেম্বরের তারিখ দেন । যত দিন অমর্ত্য সেনের জমি নিয়ে এই মামলা চলবে ততদিন বিশ্বভারতীর তরফ থেকে ওই জমি উচ্ছেদ করা যাবে না । “
advertisement
advertisement
অন্য দিকে বীরভূমের জেলা আদালতের সরকারি আইনজীবী শ্রীকান্ত রায় জানান , ” দীর্ঘ দিন ধরেই অমর্ত্য সেনের জমি নিয়ে একটি মামলা কোর্টে চলছে । এর আগেও বেশ কিছু শুনানিতে রায় কখনও অমর্ত্য সেনের পক্ষে, আবার কখনও অমর্ত্য সেনের বিপক্ষে গিয়েছে । তবে এ বারের শুনানিতেও আবার পরবর্তী তারিখ দিলেন বিচারক । আজ অমর্ত্য সেনের মামলার দিন ছিল । বিচারক দুই পক্ষের উকিলের কথা শোনেন এবং সমস্ত নথি দেখার পর ১৬  সেপ্টেম্বর তিনি এই মামলার নতুন তারিখ দেন । তবে যত দিন অমর্ত্য সেনের জমি নিয়ে এই মামলা চলবে তত দিন বিশ্বভারতীর পক্ষ থেকে ওই জমি উচ্ছেদ করা যাবে না। “
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Amartya Sen : জমি মামলায় অর্মত্য সেনকে জারি করা বিশ্বভারতীর নোটিসে স্থগিতাদেশ আদালতের, পরবর্তী শুনানি ১৬  সেপ্টেম্বর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement