Home /News /south-bengal /
Birbhum: গতকালের শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, ফের কি আগুন-দাম সবজির? মাথায় হাত চাষী-মধ্যবিত্তের

Birbhum: গতকালের শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, ফের কি আগুন-দাম সবজির? মাথায় হাত চাষী-মধ্যবিত্তের

গতকাল, বিকেল নামতেই কালো মেঘ করে আসে আকাশে । বীরভূমের একাধিক জায়গায় শুরু হয় মুষলধারে বৃষ্টি , অনেক জায়গায় বৃষ্টির সঙ্গে পড়তে থাকে শিলাও

  • Share this:

#বীরভূম: গতকালের শিলাবৃষ্টির জেরে বীরভূমে ফসলের বিপুল ক্ষতি হয়েছে। গতকাল বীরভূমের বিভিন্ন অংশে বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হয়।  সিউড়ির হাটটিকরা , দমদমা , ইনগাছা , ভগীরথপুর , ভুরকুনা-সহ বিভিন্ন গ্রামে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে । সমস্যায় চাষীরা ।

গতকাল, বিকেল নামতেই  কালো মেঘ করে আসে আকাশে ।  বীরভূমের একাধিক জায়গায় শুরু হয় মুষলধারে বৃষ্টি , অনেক জায়গায় বৃষ্টির সঙ্গে পড়তে থাকে শিলাও। শিলাবৃষ্টির ফলে সমস্যার সম্মুখীন সিউড়ির ১ নম্বর ব্লকের পুরন্দরপুর এলাকার হাটটিকরা , দমদমা , ইনগাছা , ভগীরথপুর , ভুরকুনা-সহ বিভিন্ন একাধিক গ্রামের চাষীরা । পেশায় চাষী নিতাই চন্দ্র সাহা জানান , " গতকাল হঠাৎই বিকেল নাগাদ  শুরু হয় বৃষ্টি, সঙ্গে পড়তে থাকে ছোট-বড় নানা আকারের শিল । প্রায় ১৫ মিনিটের এই শিলাবৃষ্টি গাছের পাতা থেকে জমির ফসল, সমস্ত নষ্ট করে দিল । সরকারের দেওয়া সাহায্যের টাকা দিয়ে আমরা জমিতে ধান লাগিয়েছিলাম । কিন্তু গতকালের শিলাবৃষ্টি সব শেষ করে দিল । বৃষ্টিতে সব ধানের গাছের গোড়া ভেঙে গিয়েছে। এক বিঘা জমি চাষ করতে প্রায় ৫০০০ টাকা খরচ হয় । ''

আরও পড়ুন: ঘরের মাঠেই কোণঠাসা 'ঘরের মেয়ে'! আসানসোল দক্ষিণেও পিছিয়ে বিধায়ক অগ্নিমিত্রা

অন্যদিকে, গতকাল মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল বীরভূম। আদিবাসী যুবকের হাতে খুন হন এক ভবঘুরে । ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজারের হরিন সিংগা গ্রামে । জানা গিয়েছে, মহম্মদ বাজার থানার অন্তর্গত হরিণ সিংগার হাটতলায়  দিলীপ মির্ধা নামে এক ভবঘুরেকে ইঁট দিয়ে মাথা থেঁতলে খুনের অভিযোগ অমল হাসদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে । অমল হাঁসদার বিরুদ্ধে অভিযোগ ওঠে, বৃহস্পতিবার রাতে মহম্মদ বাজার থানার অন্তর্গত হরিণ সিংগার হাটতলায় ইট দিয়ে মাথায় আঘাত করে খুন করে হিংলো পঞ্চায়েতের পলন গ্রামের বাসিন্দা দিলীপ মির্ধাকে। শুক্রবার ভোর বেলায় স্থানীয় মানুষ রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন দিলীপ মির্ধাকে। খবর দেওয়া হয় মহম্মদ বাজার থানায় । ঘটনাস্থলে পৌঁছায় মহম্মদ বাজার থানার পুলিশ। চলছে তদন্ত!

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Birbhum

পরবর্তী খবর