Student Made Drone: প্রশিক্ষণ ছাড়াই ইউটিউব দেখে ড্রোন বানিয়ে তাক লাগাল একাদশ শ্রেণীর পড়ুয়া! সুবিধা জানলে আপনিও অবাক হবেন

Last Updated:

দেশের জন্য অত্যাধুনিক ড্রোন তৈরি করতে ইচ্ছা প্রকাশ করেছে ওই পড়ুয়া

+
কাশিদ

কাশিদ মোল্লার হাতে তৈরি ড্রোন

বীরভূম: নেই কোন প্রশিক্ষণ। প্রশিক্ষণ ছাড়াই মাত্র ২০ দিনের প্রচেষ্টায় ড্রোন বানিয়ে নজির গড়ল বীরভূমের একাদশ শ্রেণির পড়ুয়া কাশিদ মোল্লা। বোলপুর নিচু বাঁধগোড়ার বছর ১৭-র বাসিন্দা কাশিদের সাফল্যে উচ্ছ্বসিত জেলাবাসীও। কাশিদ শান্তিনিকেতনের বেসরকারি বাংলা মাধ্যম নব নালন্দা স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র।বাবা মহসিন মোল্লা কোয়াক ডাক্তার ও কৃষক। মা কামরুনিহার খাতুন প্রাথমিক স্কুলের শিক্ষিকা।
একাদশ শ্রেণির পড়ুয়া কাশিদ মোল্লার কথায়, “ড্রোন তৈরির প্রাথমিক জ্ঞান নিই সোশাল মাধ্যম থেকে এবং ইউটিউব দেখে। এরপর নিজের সঞ্চয় ও পারিবারিক সাহায্যে কিছু যন্ত্রাংশ কিনে গড়ে তুলে ড্রোন। আমি চাই, আমার তৈরি এই ড্রোন দেশের কাজ ছাড়াও কৃষিকাজ, দুর্যোগ মোকাবিলায় কিংবা সীমান্তে নজরদারিতে কোনভাবে কাজে আসুক। এতে অন্য পড়ুয়ারাও উৎসাহিত হবে। বড় হয়ে সফটওয়‍্যার ইঞ্জিনিয়ার হতে চাই।”
advertisement
advertisement
সে আরও জানাই, তার তৈরি করা এই ড্রোনের ওজন ৭০০ গ্রাম। এছাড়াও জিপিএস ক্যামেরা-সহ প্রায় ৫০০ গ্রাম জিনিস বহন করতে পারবে। এটি বানাতে প্রাথমিকভাবে কিছু বেশি খরচ হলেও যদি অনেক বেশি তৈরি করা হয় তাহলে খরচ অনেকটাই কমে যাবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নব নালন্দা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরগোপাল চট্টোপাধ্যায় বলেন, “কাশিদ অত্যন্ত মেধাবী। ভবিষ্যতে বিজ্ঞানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলেই সম্ভাবনা রয়েছে।” মা কামরুনিহার খাতুন বলেন, “বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়েই বর্তমানে সে চাইছে উপযুক্ত সুযোগ, যেন দেশের জন্য আরও উন্নত ড্রোন তৈরি করতে পারে সেই ইচ্ছায় রয়েছে তাঁর। দেশের কাজের জন্য মা তার ছেলেকে যেতে দিতে চাই বলে জানিয়েছেন।”
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Student Made Drone: প্রশিক্ষণ ছাড়াই ইউটিউব দেখে ড্রোন বানিয়ে তাক লাগাল একাদশ শ্রেণীর পড়ুয়া! সুবিধা জানলে আপনিও অবাক হবেন
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement