Babuijore Lakshmi Puja: ২০ টাকায় শুরু লক্ষ্মীপুজো! চার দশক আগে বাবুইজোড়ের বারোয়ারি পুজোর সূচনা কীভাবে? জানুন সেই কাহিনী

Last Updated:

Babuijore Lakshmi Puja: ১৯৭৭ সালে খয়রাশোলের বাবুইজোড় গ্রামে বারোয়ারি লক্ষ্মীপুজো শুরু হয়েছিল, যা আজও গ্রামজীবনের অবিচ্ছেদ্য ঐতিহ্য। 'ঘেঁটু' বা 'ঘণ্টাকর্ণ' পুজোয় আদায় হওয়া টাকা দিয়ে এই পুজো শুরু হয়েছিল। এত দশক পরেও অটুট সেই পুজোর ঐতিহ্য।

+
বাবুইজোড়

বাবুইজোড় গ্রামের বারোয়ারি লক্ষ্মীপুজো

খয়রাশোল, বীরভূম, সুদীপ্ত গড়াইঃ সাতের দশকে কয়েকজন ছোট ছেলের হাতে উঠেছিল মাত্র ২০ টাকা। ফাল্গুন সংক্রান্তির আগে গ্রামে গ্রামে ‘ঘেঁটু’ বা ‘ঘণ্টাকর্ণ’ পুজোয় ঘুরে সেই টাকা আদায় করেছিল তাঁরা। কে জানত, সেই সামান্য টাকাই একদিন হয়ে উঠবে একটি বড় বারোয়ারি পুজোর ভিত্তি! সেই টাকাতেই ১৯৭৭ সালে খয়রাশোলের বাবুইজোড় গ্রামে বারোয়ারি লক্ষ্মীপুজো শুরু হয়েছিল, যা আজও গ্রামজীবনের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
বর্তমানে এই পুজো বাবুইজোড়ের অন্যতম বড় অনুষ্ঠান। পুজোর কেন্দ্রস্থল গ্রামের লক্ষ্মী মন্দির প্রাঙ্গণ। টানা দু’দিন ধরে পুজো চলে। উৎসবের রঙে সেজে ওঠে গোটা গ্রাম। পুজো শুরুর সময়কার সেই ছোট ছেলেরা আজ প্রৌঢ়। পুজোর মানসিক বন্ধনে তাঁরা এখনও যুক্ত থাকলেও দায়িত্ব সামলাচ্ছে পরবর্তী প্রজন্ম।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুজোয় বিষাদের সুর! বাদুড়িয়ার ‘এই’ এলাকায় গায়েব উৎসবের আমেজ, কেন ঘরে এল না ধনদেবী? জানুন কারণ
শিক্ষক উৎপল মণ্ডল বলেন, “আমরা তখন কেউ ক্লাস টু, কেউ থ্রি-তে পড়ি। ঘেঁটু পুজোর সময় বিভিন্ন সাজে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে টাকাপয়সা আদায় করতাম। একদিনে প্রায় কুড়ি টাকা উঠেছিল। ভাবলাম টাকাটা খরচ করব না, একটা ক্লাব গড়ব। মন্দিরের পাশের মাঠে মুরুব্বিদের অনুমতি নিয়ে ক্লাব শুরু করলাম। তারপর সেই টাকায় ১৯৭৭ সালে প্রথম লক্ষ্মীপুজো করলাম।”
advertisement
advertisement
সেই ক্লাবের নাম ছিল ‘নেতাজী ক্লাব’। উৎপলবাবু জানান, “ছোটবেলা থেকেই নেতাজীর বীরত্বগাঁথা শুনে আমাদের মনে দেশভক্তি গেঁথে গিয়েছিল। তাই পুজোর ক্লাবের নাম দিলাম নেতাজী।” প্রথমদিকে আট-দশজন মিলে পুজো শুরু হয়েছিল। এরপর একাধিক প্রজন্ম বদলেছে, কিন্তু পুজো থেমে থাকেনি। এমনকি ১৯৭৮ সালের ভয়াবহ বন্যার মধ্যেও পূজার ধারা অব্যাহত ছিল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে পুজোর দায়িত্বে রয়েছেন নতুন প্রজন্মের তরুণেরা। পুজোর প্রতিমা তৈরি করেন ঝাড়খণ্ডের আম্বার গ্রামের শিল্পী উত্তম চক্রবর্তী। তিনি পুজোর অন্যান্য দায়িত্বও সামলান। গ্রামের প্রবীণ ও নবীন মিলে যেন আবারও সাতের দশকের ঘেঁটুর দিনগুলি ফিরে পান। ২০ টাকায় জন্ম নেওয়া এক অনবদ্য ঐতিহ্য আজও গ্রামীণ ঐক্যের প্রতীককে টিকিয়ে রেখেছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Babuijore Lakshmi Puja: ২০ টাকায় শুরু লক্ষ্মীপুজো! চার দশক আগে বাবুইজোড়ের বারোয়ারি পুজোর সূচনা কীভাবে? জানুন সেই কাহিনী
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement