Lakshmi Puja: লক্ষ্মীপুজোয় বিষাদের সুর! বাদুড়িয়ার 'এই' এলাকায় গায়েব উৎসবের আমেজ, কেন ঘরে এল না ধনদেবী? জানুন কারণ

Last Updated:

Lakshmi Puja 2025: দুর্গাপুজোয় উৎসবের স্বাদ পাননি, লক্ষ্মীপুজোতেও এক ছবি। ঘরে লক্ষ্মী না আসায় উৎসবের আনন্দ মেতে উঠতে পারছেন না মানুষ। বাদুড়িয়ার চাতরা গ্রাম পঞ্চায়েতের কপিলা মাঝেরহাটি এলাকায় দেখা গেল না পুজোর আমেজ।

+
জলমগ্ন

জলমগ্ন কপিলা মাঝেরহাটি এলাকা

বাদুড়িয়া, জুলফিকার মোল্যাঃ লক্ষ্মীপুজোয় লক্ষ্মী উঠল না ঘরে! বৃষ্টি থামলেও বাদুড়িয়ার চাতরা গ্রাম জলমগ্ন। আকাশ এখন পরিষ্কার, বৃষ্টি আগের মতো নেই। তবু উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার চাতরা গ্রাম পঞ্চায়েতের কপিলা মাঝেরহাটি এলাকা দীর্ঘদিনের বর্ষণে ভেসে গিয়েছে। বাড়ির সামনে থেকে ঘরের মধ্যে জল জমে আছে। এই অবরুদ্ধ জীবনের মধ্যে লক্ষ্মীপুজো এসে পড়েছে।
প্রতিবছর এই দিনে গ্রামের প্রতিটি ঘর আলো, ধূপ, প্রদীপ ও আনন্দের গানে ভরে ওঠে। সবাই উৎসবের আনন্দে মেতে ওঠে। কিন্তু এবারে তা সম্ভব হল না। বাড়ির সামনে থেকে রাস্তায় জল, সব মিলিয়ে উৎসবের মেজাজ হারিয়েছে। কেউ কেউ মাচা বানিয়ে তার উপর সামান্য ফুল, প্রদীপ রেখে পুজো করেছেন। দু-একটি বাড়িতে পুজো হলেও আনন্দের উচ্ছ্বাস যেন জলেই ভেসে গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ লক্ষ্মীর হাতে তৈরি লক্ষ্মী প্রতিমা! জার্মানি পৌঁছেছে কাটোয়ার গৃহবধূর বানানো মূর্তি, শিল্পীর হাতের কাজের ঝলক দেখুন
গ্রামবাসীরা জানান, দুর্গাপুজো থেকেও উৎসবের স্বাদ পাননি। এবার লক্ষ্মীপুজোতেও সেই একই ছবি। ঘরে লক্ষ্মী উঠল না। উৎসবের আনন্দে মেতে উঠতে পারছেন না মানুষ। বর্তমানে ডিঙি নৌকা বা কলার ভেলাই একমাত্র যাতায়াতের মাধ্যম। এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়াও কঠিন। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক বৃদ্ধ বলেন, “বৃষ্টি থেমেছে, জল কমেনি। তাই আমাদের ঘরে উৎসবের আনন্দই আসছে না”। ছোটরা খেলাধুলা করতে পারছে না, নারীরা ঘরে আটকে রোজকার কাজকর্ম করতে পারছেন না। সবচেয়ে দুঃখের বিষয়, দীর্ঘদিনের এই পরিস্থিতি মানুষের মানসিক অবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছে। কপিলা মাঝেমাটির এবারের লক্ষ্মীপুজোয় শুধুই একটাই প্রার্থনা, মা লক্ষ্মী ঘরে উঠুক, আবার ফিরুক স্বাভাবিক জীবন ও উৎসবের আনন্দ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lakshmi Puja: লক্ষ্মীপুজোয় বিষাদের সুর! বাদুড়িয়ার 'এই' এলাকায় গায়েব উৎসবের আমেজ, কেন ঘরে এল না ধনদেবী? জানুন কারণ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement