Biplab Deb Challenges Mamata Banerjee: মমতাকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ বিপ্লব দেবের, জবাব দিল তৃণমূল
- Published by:Debamoy Ghosh
Last Updated:
বিজেপি-র পরিবর্তন রথযাত্রায় অংশ নিতে এ দিন উত্তর চব্বিশ পরগণার অশোকনগরে আসেন বিপ্লব দেব৷
#বারাসত: রাজ্যে এসে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ তাঁর দাবি, গত তিন বছরে ত্রিপুরায় যা উন্নয়ন হয়েছে, গত দশ বছরে তৃণমূলের শাসনে বাংলায় তা হয়নি৷ ফলে উন্নয়ন নিয়ে তাঁর সঙ্গে বিতর্কে বসলে মমতা বন্দ্য়োপাধ্যায় দশ মিনিটও দাঁড়াতে পারবেন না বলে দাবি বিপ্লবের৷
বিজেপি-র পরিবর্তন রথযাত্রায় অংশ নিতে এ দিন উত্তর চব্বিশ পরগণার অশোকনগরে আসেন বিপ্লব দেব৷ সেখান থেকে পরিবর্তন রথে চড়ে মধ্যমগ্রামে আসেন তিনি৷ এই কর্মসূচিতে অংশ নিয়েই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি৷ ছোট ভাই মনে করেই আমার সঙ্গে একদিন মুখোমুখি বিতর্কে বসুন৷ বাংলায় গত দশ বছরে আপনি কী উন্নয়ন করেছেন আর গত তিন বছরে ত্রিপুরায় কী উন্নয়ন হয়েছে, তাই নিয়ে আলোচনা হবে৷ চ্যালেঞ্জ করে বলছি, গত তিন বছরে ত্রিপুরায় যা উন্নয়ন হয়েছে তাতে আপনি দশ মিনিটও দাঁড়াতে পারবেন না৷ নরেন্দ্র মোদির নেতৃত্বে ত্রিপুরায় যেভাবে উন্নয়ন যঞ্জ চলছে, বাংলাতেও তাই হবে৷'

advertisement
বিজেপি-কে আক্রমণ করতে গিয়ে বার বারই ত্রিপুরার উদাহরণ টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা৷ এ দিন তারই জবাব দিয়েছেন বিপ্লব৷ পাল্টা পশ্চিমবঙ্গের সরকারকে চালচোর সরকার বলে কটাক্ষ করেন তিনি। বিপ্লব দেবের আরও দাবি, ত্রিপুরায় ৭৪ শতাংশ মানুষ ইন্টারনেটে ব্যবহার করেন। আর বাংলায় ৫২ শতাংশ মানুষ ইন্টারনেটে ব্যবহার করেন। কেন রাজ্যের এই হাল তা নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন। বিপ্লব দেবের আরও দাবি, 'আমরা ত্রিপুরায় সপ্তম পে কমিশন লাগু করেছি। আর বাংলায় তা এখনও হয়নি। ত্রিপুরায় ১০০ শতাংশ আধার কার্ড ভিত্তিক ব্যবস্থা লাগু হয়েছে। প্রশাসনের প্রায় সব দপ্তরেই অনলাইন ব্যবস্থার আওয়তায়।তাই ত্রিপুরার রেশন ব্যবস্থায় চাল চুরি হয় না।' বিপ্লব দেব আরও জানান, গরিবের জন্য আগরতলায় কেন্দ্রীয় প্রকল্পে আবাসন তৈরি হচ্ছে সেখানকার রাজ্য সরকারের উদ্যোগে।
advertisement
advertisement
যদিও বিপ্লব দেবকে পাল্টা জবাব দিয়েছেন রাজ্য়ের খাদ্য়মন্ত্রী এবং উত্তর চব্বিশ পরগণার জেলা তৃণমূল সভাপতি জ্য়োতিপ্রিয় মল্লিক৷ তিনি বলেন, 'ত্রিপুরার বিজেপি নেতারা চোরেদের মডেল৷ ত্রিপুরায় মাফিয়া রাজ চলছে৷ ওখানে গরিব মানুষ এক বেলা খায় এক বেলা খেতে পায় না৷'
Rajarshi Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 23, 2021 7:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Biplab Deb Challenges Mamata Banerjee: মমতাকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ বিপ্লব দেবের, জবাব দিল তৃণমূল