Bike Missing: আপনার বাইক সুরক্ষিত তো, পার্কিং থেকে দেদার চুরি হচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখে হয়রান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
রামপুরহাট : রাতের অন্ধকারে নার্সিংহোমের সামনে নকল চাবি দিয়ে দুঃসাহসিকভাবে মোটর বাইক চুরি করার সিসিটিভি ফুটেজ সামনে এল। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি নার্সিংহোমের সামনে থেকে। ২৪ জুন এক চিকিৎসকের সহকারী কর্মী উজ্জল মহলদার নামে এক ব্যক্তি ওই নার্সিংহোমের বাইরে সন্ধ্যা নাগাদ মোটর বাইকটিকে রেখে নার্সিংহোমের ভিতরে ওটি রুমে জান রাতে তিনি নার্সিংহোমেই ছিলেন৷
পরের দিন সকালে উঠে তিনি লক্ষ্য করেন নার্সিংহোমের সামনে তার গাড়ি নেই, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে দেখা যায় এক দুষ্কৃতী মোটরবাইকটি চুরি করে নিয়ে চম্পট দেয়। খবর দেওয়া হয় রামপুরহাট থানার পুলিশকে, রামপুরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ ওই নার্সিংহোম চত্বরে দু সপ্তাহ আগে আরও একটি মোটর বাইক চুরি হয় ঠিক একইভাবে।
advertisement
advertisement
সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন রামপুরহাট থানা এলাকায় পরপর একের পর এক চুরি বেড়ে চলেছে৷ গত সপ্তাহে রামপুরহাট শহরে একটি বহুতল আবাসনে ও একটি বাড়িতে পর পর চুরির ঘটনা ঘটে, গত শনিবারও রামপুরহাট থানার চাকাইপুর ও ছোড়া গ্রামের রাস্তায় গাছের গুড়ি ফেলে এক অন্তঃসত্বার অ্যাম্বুলেন্স থামিয়ে টাকা,সোনার গহনা লুঠের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই সমস্ত ঘটনার পর কোনও কিনারা হয়নি এখনও পর্যন্ত।।
advertisement
Akshay Dhibar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2025 7:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike Missing: আপনার বাইক সুরক্ষিত তো, পার্কিং থেকে দেদার চুরি হচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখে হয়রান