North 24 Parganas News: বাংলার এই যুবক পাচ্ছেন "ভারত শ্রী" সম্মান, আগামী দিনে নোবেল আনার ইচ্ছা

Last Updated:

নাসার সিটিজেন সায়েন্টিস্ট স্বীকৃতি পাওয়া, জেলার মুখ উজ্জ্বল করা এই যুবক এবার পেতে চলেছে, দেশের "ভারত শ্রী" অ্যাওয়ার্ড। খুশির খবর আসতেই আপ্লুত নিমতার উজ্জ্বল অধিকারী।

উজ্জল অধিকারি
উজ্জল অধিকারি
উত্তর ২৪ পরগনা: সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেটির স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, তার কাজের কৃতিত্বে ইতিমধ্যেই মিলেছে সাফল্যের পাশাপাশি স্বীকৃতিও। নাসার সিটিজেন সায়েন্টিস্ট স্বীকৃতি পাওয়া, জেলার মুখ উজ্জ্বল করা এই যুবক এবার পেতে চলেছে, দেশের “ভারত শ্রী” অ্যাওয়ার্ড। খুশির খবর আসতেই যেন আপ্লুত নিমতার উজ্জ্বল অধিকারী। ইতিমধ্যেই জেলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করেছে ঘরের ছেলে মনে করছেন পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা। দেশের জন্য কিছু করার ইচ্ছা রয়েছে উজ্জলের।বিশ্বের কনিষ্ঠতম এরোস্পেস ইঞ্জিনিয়ার হিসেবে বিশ্ব রেকর্ড করেছিলেন উজ্জ্বল। তারপর ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা NASA-র থেকে ‘সিটিজেন সায়েন্টিস্ট’-এর স্বীকৃতিও মেলে। ভারত সরকারের তরফ থেকে ভারত ভূষণ অ্যাওয়ার্ড এও সম্মানিত করা হয় উজ্জলকে। এবার তাকে “ভারত শ্রী” সম্মান দেওয়ার খবর আসতেই খুশি গোটা অধিকারী পরিবার।
উজ্জ্বল জানান, এই সম্মান একজন বাঙালি হিসেবে অত্যন্ত গর্বের। ছেলেবেলার চাঁদ-তারা দেখার ভাল লাগাটাকে, মহাকাশ বিজ্ঞানের প্রতি ভালবাসায় রূপান্তরিত করতে চান তিনি ছোটদের জন্য। উজ্জ্বল আরও জানান, প্রতি বছরই বিভিন্ন বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে নিজেদের মতামত প্রকাশ বা কাজ করার অভিজ্ঞতা জানানোর জন্য নাসার (NASA) কাছে আবেদন করা যায়। আবেদন করতে পারেন যে কেউ। সেখানেই নাসা-র পক্ষ থেকে গ্রহানু নিয়ে বিশেষ প্রকল্প দেওয়া হয়েছিল। বাংলার উজ্জ্বলই সেই গবেষণায় নতুন তিনটি গ্রহানুর (Asteroid) সন্ধান দিয়েছিলেন নাসাকে।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনা জেলার নিমতার উজ্জ্বল কাজের সূত্রে বেঙ্গালুরুতে থাকেন। সেখানেই একটি সংস্থায় বিমানের নকশা তৈরির কাজ করেন তিনি। ছোটবেলা থেকেই মেধাবী উজ্জ্বলের স্বপ্ন ছিল মহাকাশ নিয়ে গবেষণা। তবে উজ্জ্বল জানান, তিনি পেশায় ইঞ্জিনিয়র, শখে সাহিত্যিক। চাকরি করি, তবে নাসা গবেষণার কাজে ডাকলে সেখানেও যাব। নিজেকে শখের সাহিত্যিক বললেও, ইতালির প্যানোরোমা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্বও করেছেন উজ্জ্বল। এছাড়াও সাহিত্যচর্চায় বিশেষ নজর কেরেছেন তিনি। তাঁর ভাগ্যে জুটেছে ভারতভূষণ সম্মান, ডক্টর এপিজে আব্দুল কালাম পুরস্কার, রাষ্ট্রীয় রত্ন পুরস্কার, বঙ্গ গৌরব সম্মানও। এছাড়াও ইন্ডিয়া প্রাইমের বিচারে সেরা ১০০ ভারতীয় লেখকদের তালিকায় তাঁর নাম উঠেছে ইতিমধ্যেই।
advertisement
সব মিলিয়ে জেলার পাশাপাশি রাজ্য তথা দেশের মুখও উজ্জ্বল করেছে বাঙালি এই যুবক। তাই ছেলের এই কৃতিত্বে খুশি নিমতায় থাকা উজ্জ্বলের পরিবার সহ প্রতিবেশীরাও। চলতি বছরের এপ্রিল মাসে এই “ভারত শ্রী” সম্মান তুলে দেওয়া হবে তার হাতে, এমনটাই জানা গিয়েছে। তবে বর্তমানে উজ্জ্বল অধিকারী পৃথিবীর আদি শক্তির উৎস নিয়ে গবেষণার কাজ চালাচ্ছেন, যার নাম দেওয়া হয়েছে শিবা ডার্ক এনার্জি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আগামী দিনে এই বিষয় নিয়েই নোবেল আনার ইচ্ছা রয়েছে এই বাঙালি যুবকের।
Rudra Nrayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বাংলার এই যুবক পাচ্ছেন "ভারত শ্রী" সম্মান, আগামী দিনে নোবেল আনার ইচ্ছা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement