Chandrayaan sweet : চন্দ্রযানের মতো সফল হোক ভাইয়ের জীবন! ভাইফোঁটাতে পাতে স্পেশাল চন্দ্রযান মিষ্টি
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
পুজোর সময় বোম ফাটানো প্রায় নিষিদ্ধই হয়ে গেছে। তাই বাচ্চাদের মনোরঞ্জন দেবার জন্য মিষ্টির মাধ্যমে বানানো হয়েছে পেটো বোম
পূর্ব বর্ধমান: রাত পোহালেই ভাইফোঁটা। আর এই ভাইফোঁটাতেই এবার নতুন চমক। এক নতুন ধরনের মিষ্টি বানিয়ে রীতিমতো সকলকে অবাক করে দিচ্ছে কালনার এক মিষ্টির দোকানের মালিক । মিষ্টির দোকানের মালিকের কথায় এই মিষ্টিই হচ্ছে তাদের এবছরের ভাইফোঁটা স্পেশাল মিষ্টি। চন্দ্রযান থ্রি-র সাফল্যে আপামোর ভারতীয় গর্বিত। চন্দ্রযান থ্রি এর জন্য সারা বিশ্বের কাছে ভারত এক আলাদা স্থান পেয়েছে। এবার মিষ্টি তেও চন্দ্রযান থ্রি-এর ছোঁয়া। কালনার মা ভবানী মিষ্টান্ন ভাণ্ডার পাওয়া যাচ্ছে এই চন্দ্রযান থ্রি মিষ্টি। ভাইফোঁটাতে জনসাধারণকে নতুন চমক দেওয়ার জন্যই তৈরি হয়েছে এই মিষ্টি।
এই প্রসঙ্গে কালনার মা ভবানী মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার অরিন্দম দাস জানান , “প্রতিবছরের ন্যায় এ বছরেও আমরা নতুন নতুন মিষ্টি করেছি । সব মিষ্টির মধ্যে কালনার শিরোনামের পাতায় থাকার দরকার সেটা হল চন্দ্রযান মিষ্টি । চন্দ্রযান আমাদের ভারতের গর্ব । সেই চন্দ্রযান আমরা প্রত্যেকের প্লেটে তুলে দেওয়ার সুযোগ করেছি।”
advertisement
advertisement
তবে শুধুমাত্র যে চন্দ্রযান থ্রি, তা কিন্তু নয়। কালনা শহরের এই মিষ্টির দোকানে পাওয়া যাচ্ছে ২৫০ রকমেরও বেশি মিষ্টি, এমনটাই জানাচ্ছেন দোকানের কর্ণধার। এই সকল মিষ্টির মধ্যে আকর্ষণীয় মিষ্টি হচ্ছে চন্দ্রযান থ্রি। এছাড়াও আরও একটি নজরকাড়া মিষ্টির মধ্যে রাখা হয়েছে পেটো বোম। এখন প্রশাসনের তরফ থেকে পুজোর সময় বোম ফাটানো প্রায় নিষিদ্ধই হয়ে গেছে। তাই বাচ্চাদের মনোরঞ্জন দেবার জন্য মিষ্টির মাধ্যমে বানানো হয়েছে পেটো বোম ।
advertisement
ভাইফোঁটার আগে ব্যাপক চাহিদা বেড়েছে এই দুই মিষ্টির। যার মধ্যে সবথেকে বেশি বিক্রী হচ্ছে চন্দ্রযান থ্রি মিষ্টি। ইতিমধ্যেই কালনা শহরের মা ভবানী মিষ্টান্ন ভাণ্ডারে উপচে পড়ছে মানুষের ভিড়। বিক্রিও হচ্ছে দেদার। সাধারণ মানুষের মধ্যে একটা আলাদাই উন্মাদনা কাজ করছে এই মিষ্টি নিয়ে । মিষ্টির দোকানের কর্ণধার অরিন্দম দাস আরও জানিয়েছেন, প্রত্যেক অনুষ্ঠানে আমরা নতুন কিছু মিষ্টি তৈরির চেষ্টা করি । আগামী দিনেও জনসাধারণের জন্য নতুন চমক থাকবে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 14, 2023 5:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chandrayaan sweet : চন্দ্রযানের মতো সফল হোক ভাইয়ের জীবন! ভাইফোঁটাতে পাতে স্পেশাল চন্দ্রযান মিষ্টি