Folk Festival: মানভূমের রাজকন্যা ভদ্রাবতীর করুণ কাহিনি ভাদুগানে ছড়িয়ে পড়ে জঙ্গলমহলের আকাশে বাতাসে

Last Updated:

Folk Festival: প্রতি বছরই বিশ্বকর্মা পুজোর আগের রাতে ভাদু পুজো অনুষ্ঠিত হয় এবং বিশ্বকর্মা পুজোর দিন সকালে দেবী ভাদুকে বিসর্জন দেওয়া হয়।

+
ভাদু

ভাদু উৎসব পুরুলিয়া

ঝালদা , পুরুলিয়া , শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় : জঙ্গলমহল পুরুলিয়ার গুরুত্বপূর্ণ লোকউৎসবগুলির মধ্যে অন্যতম ভাদু পুজো। শহর থেকে গ্রাম সর্বত্রই এই উৎসবের চেহারা। রাতভর দেবী ভাদুর আরাধনায় মেতে ওঠেন মহিলারা।  এই উৎসব পুরুলিয়াবাসীর প্রাণের উৎসব। ‌ কথিত, ভাদু বা ভদ্রাবতী ছিলেন পুরুলিয়ার কাশীপুর রাজপরিবারের কন্যা। তাঁর অকাল মৃত্যুতে শোকার্ত রাজা এই পুজোর সূচনা করেছিলেন। যা পরে গোটা মানভূমে ছড়িয়ে পড়ে। সেই ঐতিহ্য আজও অটুট রয়েছে।
আরও পড়ুন : শিল্পীর হাতের গড়নে তৈরি হয় মাটির হাতি, কাঁসা পিতলের মহল্লায় শতাব্দী প্রাচীন রীতি পালিত হয় বিশ্বকর্মা পুজোয়
পুজোর রাতে মহিলারা ভাদু গান গাইতে গাইতে দেবীর সামনে থালা ভর্তি নানা মিষ্টি নিবেদন করেন। প্রতি বছরই বিশ্বকর্মা পুজোর আগের রাতে ভাদু পুজো অনুষ্ঠিত হয় এবং বিশ্বকর্মা পুজোর দিন সকালে দেবী ভাদুকে বিসর্জন দেওয়া হয়। বংশ পরম্পরায় এই উৎসব একইভাবে চলে আসছে।‌ ভাদু পুজো ঘিরে ঝালদায় উৎসবের আমেজ। এ বিষয়ে ব্রতীরা বলেন ,  রাজ পরিবারের কন্যা ভদ্রাবতীকে তারা দেবী রূপে পুজো করেন। বংশপরম্পরায় তারা এই পুজো করে আসছেন।  গোটা রাত জেগে থেকে ভাদু গান গেয়ে থাকেন তারা। এই উৎসব তাদের ঐতিহ্য।
advertisement
পুরুলিয়ার গুরুত্বপূর্ণ লোকউৎসব এটি। ‌ প্রতিবছরই মহা ধুমধামের সঙ্গে এই উৎসব পালিত হয়ে থাকে। এই ভাদু পুজোর অপেক্ষায় থাকেন সকলে।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Folk Festival: মানভূমের রাজকন্যা ভদ্রাবতীর করুণ কাহিনি ভাদুগানে ছড়িয়ে পড়ে জঙ্গলমহলের আকাশে বাতাসে
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement