জনপরিষেবার নিরিখে সেরা শ্যামপুরের এই গ্রাম পঞ্চায়েত! মিলল ন্যাশনাল ই–গভর্নেন্স অ্যাওয়ার্ড

Last Updated:

 জাতীয় স্তরের সম্মানে বাংলার সাতটি পঞ্চায়েত, সেই তালিকায় রয়েছে হাওড়ার শ্যামপুর ১ ব্লকের বানেশ্বরপুর ২ গ্রাম পঞ্চায়েত।

+
জনপরিষেবার

জনপরিষেবার নিরিখে সেরা গ্রাম পঞ্চায়েত বানেশ্বরপুর ২ গ্রাম পঞ্চায়েত  best village panchayat nomination Howrah Baneswarpur 2 Gram Panchayat National Award

হাওড়া: জনপরিষেবার নিরিখে এগিয়ে হাওড়ার শ্যামপুর ১ ব্লকের বানেশ্বরপুর- ২ নং গ্রাম পঞ্চায়েত! এবার জাতীয় স্তরের সম্মানে বাংলার সাতটি পঞ্চায়েত। সেই তালিকায় রয়েছে হাওড়ার শ্যামপুর ব্লকের একটি পঞ্চায়েত। এবার
ন্যাশনাল ই–গভর্নেন্স অ্যাওয়ার্ডে মনোনীত বাংলার সাত পঞ্চায়েত। এই তালিকাতে এই জায়গা করে নিয়েছে শ্যামপুরের বানেশ্বরপুর ২ গ্রাম পঞ্চায়েত। মূলত অনলাইনে সুষ্ঠ ভাবে জনপরিষেবার নিরিখে এই সাফল্য। পরিষেবা মূলতকাজের নিরিখে কেন্দ্র থেকে পুরস্কার প্রাপ্তি। আর এমন প্রাপ্তিতে পঞ্চায়েত অধিবাসী থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান উপ প্রধান এবং পঞ্চায়েতের সদস্য এবং কর্মচারীরা ভীষণভাবে খুশি।
advertisement
advertisement
জানা যায় , এই সাফল্যের জন পরিষেবা সহ মোট ২৮ টি কাজের নিরিখে সাফল্য। এই সমস্ত কাজ অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। যেখানে জন্ম মৃত্যু শংসাপত্র, ট্রেড লাইসেন্স, বাসিন্দা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট সহ পোর্টালের মাধ্যমে সরকারি অর্থ বরাদ্দ এবং সেই অর্থের কাজ এবং উন্নয়ন পরিকল্পনা তথ্য আদান-প্রদান হয় অনলাইনের মাধ্যমে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বরাদ্দ টাকা তার রূপায়ণ সমস্ত কিছু সুষ্ঠুভাবে পরিচালনার নিরিখে এই সাফল্য।
advertisement
তালিকায় হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং আলিপুরদুয়ার জেলা। মোট ৭টি জেলার অন্তর্গত সাতটি গ্রাম পঞ্চায়েত ন্যাশনাল ই–গভর্নেন্স অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে বলে জানা গেছে। এই সাতটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে হাওড়ার শ্যামপুর ১ ব্লকের বানেশ্বরপুর ২। হুগলির সিঙ্গুর ব্লকের মির্জাপুর–বঙ্কিপুর, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ১ মাঝিপাড়া পলাশি, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ২ ব্লকের কালিয়াড়া ২, পূর্ব মেদিনীপুরের হলদিয়া ব্লকের দেভোগ, পুরুলিয়ার কাশীপুর ব্লকের কাশীপুর এবং আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের টুরটুরিখান্দা।
advertisement
এ প্রসঙ্গে পঞ্চায়েত ও প্রধান এবং পঞ্চায়েত প্রধান জানান, গ্রাম দরিদ্র মুক্ত এবং সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে বানেশ্বরপুর ২ গ্রাম পঞ্চায়েত। সেই লক্ষ্যকে সামনে রেখে মানুষকে সুষ্ঠুভাবে পরিষেবার নিরিখে এই সাফল্য।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জনপরিষেবার নিরিখে সেরা শ্যামপুরের এই গ্রাম পঞ্চায়েত! মিলল ন্যাশনাল ই–গভর্নেন্স অ্যাওয়ার্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement