ট্রেনের কামরায় আসছিল অদ্ভুত গন্ধ, GRP তাদের কুকুরকে বলল, 'সিটের নীচে কী আছে রে গুলাব?' কুকুরটি যা পেল...! খেল খতম

Last Updated:
Indian Railways: রেলস্টেশনে আচমকাই ট্রেনে তল্লাশি চালায় জিআরপি। তখনই কামরার ভিতর থেকে অদ্ভুত গন্ধ আসছিল। জিআরপি কর্মকর্তারা ট্রেনের যাত্রীদের জিজ্ঞেস করেন, “সিটের নীচে কী রয়েছে?” তারা উত্তর দিতে না দিতেই পুরো বিষয়টি ফাঁস করে দেয় একটি প্রশিক্ষিত কুকুর।
1/9
নিশুতি রাতে ট্রেন দাঁড়িয়ে ছিল ভাদোদরা স্টেশনে। যাত্রীরা ঘুমোচ্ছেন, কেউবা জানলার ধারে বসে বাইরে তাকিয়ে ভাবছেন নিজের মনখারাপের কথা। আচমকাই একটা অদ্ভুত গন্ধ ভেসে আসে কামরার ভিতর থেকে। কেউ বলতে পারে না, কোথা থেকে আসছে এই গন্ধ।
নিশুতি রাতে ট্রেন দাঁড়িয়ে ছিল ভাদোদরা স্টেশনে। যাত্রীরা ঘুমোচ্ছেন, কেউবা জানলার ধারে বসে বাইরে তাকিয়ে ভাবছেন নিজের মনখারাপের কথা। আচমকাই একটা অদ্ভুত গন্ধ ভেসে আসে কামরার ভিতর থেকে। (Representational Image)
advertisement
2/9
কেউ বলতে পারে না, কোথা থেকে আসছে এই গন্ধ। গা ছমছমে একটা অনুভূতি ছড়িয়ে পড়ে। ঠিক তখনই হাজির হয় জিআরপির বিশেষ টিম। আর তার সঙ্গেই একটি ল্যাব্রাডর কুকুর—যার ঘ্রাণশক্তি বিখ্যাত গোটা রাজ্যে। তার নাম গুলাব।
কেউ বলতে পারে না, কোথা থেকে আসছে এই গন্ধ। গা ছমছমে একটা অনুভূতি ছড়িয়ে পড়ে। ঠিক তখনই হাজির হয় জিআরপির বিশেষ টিম। আর তার সঙ্গেই একটি ল্যাব্রাডর কুকুর—যার ঘ্রাণশক্তি বিখ্যাত গোটা রাজ্যে। তার নাম গুলাব। (Representational Image)
advertisement
3/9
আচমকাই সেই ট্রেনে তল্লাশি চালায় জিআরপি। তখনই কামরার ভিতর থেকে অদ্ভুত গন্ধ আসছিল। জিআরপি কর্মকর্তারা ট্রেনের যাত্রীদের জিজ্ঞেস করেন, “সিটের নীচে কী রয়েছে?” তারা উত্তর দিতে না দিতেই পুরো বিষয়টি ফাঁস করে দেয় একটি প্রশিক্ষিত কুকুর।
আচমকাই সেই ট্রেনে তল্লাশি চালায় জিআরপি। তখনই কামরার ভিতর থেকে অদ্ভুত গন্ধ আসছিল। জিআরপি কর্মকর্তারা ট্রেনের যাত্রীদের জিজ্ঞেস করেন, “সিটের নীচে কী রয়েছে?” তারা উত্তর দিতে না দিতেই পুরো বিষয়টি ফাঁস করে দেয় একটি প্রশিক্ষিত কুকুর। (Representational Image)
advertisement
4/9
আসলে, ভাদোদরা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে একটি আচার ভর্তি কৌটোয় নাক গলায় কুকুরটি। প্রথমে তার প্রশিক্ষক দীপেশ সুরভে ভেবেছিলেন হয়তো কুকুরটি ঝাল গন্ধে আকৃষ্ট হয়েছে। কিন্তু পরে স্পষ্ট হয়, ল্যাব্রাডর প্রজাতির কুকুর 'গুলাব' সেখানে থাকা মারিজুয়ানার গন্ধ টের পেয়েছে।
আসলে, ভাদোদরা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে একটি আচার ভর্তি কৌটোয় নাক গলায় কুকুরটি। প্রথমে তার প্রশিক্ষক দীপেশ সুরভে ভেবেছিলেন হয়তো কুকুরটি ঝাল গন্ধে আকৃষ্ট হয়েছে। কিন্তু পরে স্পষ্ট হয়, ল্যাব্রাডর প্রজাতির কুকুর 'গুলাব' সেখানে থাকা অন্য কিছুর গন্ধ টের পেয়েছে। (Representational Image)
advertisement
5/9
গুলাবের এই অসাধারণ দক্ষতার জন্য ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবস উদযাপনে গুজরাট রাজ্য সরকারের তরফ থেকে ‘ড্রাগ শনাক্তকারী শ্রেষ্ঠ কুকুর’ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল।
গুলাবের এই অসাধারণ দক্ষতার জন্য ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবস উদযাপনে গুজরাট রাজ্য সরকারের তরফ থেকে ‘ড্রাগ শনাক্তকারী শ্রেষ্ঠ কুকুর’ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। (Representational Image)
advertisement
6/9
পশ্চিম রেলওয়ের ভাদোদরা এসপি সরোজ কুমারী জানান, কয়েক মাস আগে পুরী-গাঁধীধাম এক্সপ্রেস ট্রেনের এক কামরায় পিকল জারের ভিতর ৫ কেজি গাঁজার প্যাকেট পাওয়া যায়। মাদক পাচারকারীরা আচার ঢেলে গাঁজার গন্ধ চাপা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু গুলাব এতটাই তীক্ষ্ণ ঘ্রাণসম্পন্ন যে আচার মাখানো থাকলেও সে গাঁজার গন্ধ টের পায়। এমন দক্ষতায় তাকেই ‘সুপার কপ’ বলে ডাকতে শুরু করেন ভাদোদরা রেলওয়ে পুলিশ সার্কেলের আধিকারিকরা।
পশ্চিম রেলওয়ের ভাদোদরা এসপি সরোজ কুমারী জানান, কয়েক মাস আগে পুরী-গাঁধীধাম এক্সপ্রেস ট্রেনের এক কামরায় পিকল জারের ভিতর ৫ কেজি গাঁজার প্যাকেট পাওয়া যায়। মাদক পাচারকারীরা আচার ঢেলে গাঁজার গন্ধ চাপা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু গুলাব এতটাই তীক্ষ্ণ ঘ্রাণসম্পন্ন যে আচার মাখানো থাকলেও সে গাঁজার গন্ধ টের পায়। এমন দক্ষতায় তাকেই ‘সুপার কপ’ বলে ডাকতে শুরু করেন ভাদোদরা রেলওয়ে পুলিশ সার্কেলের আধিকারিকরা। (Representational Image)
advertisement
7/9
মাত্র দু’দিন আগেই কাকিনাড়া-ভবনগর এক্সপ্রেস ট্রেনে আরেকবার গাঁজা উদ্ধার করে গুলাব। রেলওয়ের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) একটি রুটিন তল্লাশি চালাচ্ছিল, তখনই গুলাব সিটের নীচে থাকা একটি ব্যাগে সন্দেহজনক গন্ধ পায়।
মাত্র দু’দিন আগেই কাকিনাড়া-ভবনগর এক্সপ্রেস ট্রেনে আরেকবার গাঁজা উদ্ধার করে গুলাব। রেলওয়ের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) একটি রুটিন তল্লাশি চালাচ্ছিল, তখনই গুলাব সিটের নীচে থাকা একটি ব্যাগে সন্দেহজনক গন্ধ পায়। (Representational Image)
advertisement
8/9
এসপি সরোজ কুমারী বলেন, “গুলাব বারবার ব্যাগটিকে শুঁকে দেখছিল এবং তারপর ব্যাগের কাছে বসে চিৎকার করে ঘেউ ঘেউ করতে থাকে। আমরা ব্যাগ খুলে দেখি ভিতরে প্রায় ৮০ হাজার টাকার গাঁজা রয়েছে।” তবে পাচারকারীর কোনও হদিস মেলেনি। পুলিশ গাঁজা বাজেয়াপ্ত করে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে। গুলাব ও তার প্রশিক্ষক সুরভেকে পুলিশ বিভাগ থেকে প্রশংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়।
এসপি সরোজ কুমারী বলেন, “গুলাব বারবার ব্যাগটিকে শুঁকে দেখছিল এবং তারপর ব্যাগের কাছে বসে চিৎকার করে ঘেউ ঘেউ করতে থাকে। আমরা ব্যাগ খুলে দেখি ভিতরে প্রায় ৮০ হাজার টাকার গাঁজা রয়েছে।” তবে পাচারকারীর কোনও হদিস মেলেনি। পুলিশ গাঁজা বাজেয়াপ্ত করে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে। গুলাব ও তার প্রশিক্ষক সুরভেকে পুলিশ বিভাগ থেকে প্রশংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়। (Representational Image)
advertisement
9/9
গুলাবের প্রশিক্ষক দীপেশ সুরভে বলেন, “গুলাব ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমান। ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসে বোতাড জেলায় মাদক শনাক্তকরণে তার অসাধারণ দক্ষতার জন্য সেরা কুকুরের পুরস্কার পেয়েছে। তবে ওর একটা সমস্যা রয়েছে—ও বেশি কাজের চাপ পছন্দ করে না। গাঁজা শনাক্ত করার পর ও ফিরে গিয়ে বিশ্রাম নিতে চায়। ওকে কাজে রাখতে গেলে একটু আদর যত্ন করতে হয়।”
গুলাবের প্রশিক্ষক দীপেশ সুরভে বলেন, “গুলাব ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমান। ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসে বোতাড জেলায় মাদক শনাক্তকরণে তার অসাধারণ দক্ষতার জন্য সেরা কুকুরের পুরস্কার পেয়েছে। তবে ওর একটা সমস্যা রয়েছে—ও বেশি কাজের চাপ পছন্দ করে না। গাঁজা শনাক্ত করার পর ও ফিরে গিয়ে বিশ্রাম নিতে চায়। ওকে কাজে রাখতে গেলে একটু আদর যত্ন করতে হয়।” (Representational Image)
advertisement
advertisement
advertisement