Indian Railways: কবে শেষ হবে শালিমার-সাঁতরাগাছি পরিকাঠামো নির্মাণের কাজ?
- Published by:Soumendu Chakraborty
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
হাওড়ার বদলে দক্ষিণ পূর্ব রেলের প্রান্তিক স্টেশন আদৌ হবে শালিমার-সাঁতরাগাছি?
হাওড়া: প্রান্তিক স্টেশন হিসাবে হাওড়ার উপরে চাপ কমাতে দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি এবং শালিমার স্টেশন গড়ে তোলার কাজ শুরু হয়েছিল প্রায় বছর সাতেক আগে। তার পরে দূরপাল্লার একাধিক এক্সপ্রেস ট্রেন এবং শহরতলির কিছু লোকাল ট্রেনকে যথাক্রমে শালিমার ও সাঁতরাগাছিতে সরিয়ে নিয়ে যাওয়া হলেও ওই দুই স্টেশনকে আধুনিক চেহারায় গড়ে তোলার কাজ সম্পূর্ণ হয়নি।
সাঁতরাগাছি স্টেশনের প্ল্যাটফর্মের সংখ্যা ছয় থেকে বাড়িয়ে আট করা হবে। শালিমার স্টেশনের প্ল্যাটফর্ম তিন থেকে বাড়িয়ে পাঁচ করা হবে। দীর্ঘ দিন ধরেই চলছে এই পরিকল্পনা। কিন্তু আজও সেই কাজ সম্পন্ন হয়নি।দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, দ্রুত গতিতেই এই দুই স্টেশনের পরিকাঠামো নির্মাণের কাজ চলছে। চেষ্টা চলছে কাজ দ্রুত শেষ করার। রেলের পরিকল্পনা, শালিমার স্টেশনে তৈরি হবে আন্ডারপাস। বসবে লিফ্ট এবং ওয়াকালেটর। ভবিষ্যতে শালিমার স্টেশন থেকে বন্দে ভারত চালাতে চায় দক্ষিণ-পূর্ব রেল। সে জন্য ওই স্টেশনে পৃথক ভাবে বন্দে ভারত রক্ষণাবেক্ষণের পরিকাঠামো গড়ে তোলা হবে।সাঁতরাগাছি স্টেশনটি হবে পাঁচতলা।
advertisement
একটি র্যাম্পের মাধ্যমে সেটি যুক্ত হবে কোনা এক্সপ্রেসওয়ের সঙ্গে। একই ভাবে, কলকাতার অন্যতম বিকল্প প্রান্তিক স্টেশন হিসাবে শালিমারকে গড়ে তোলার পরিকল্পনা থাকলেও সেই কাজও সে ভাবে এগোয়নি। ওই দুই স্টেশনে পৌঁছনোর অসুবিধা ছাড়াও লাইন পারাপার, ট্রেনের জন্য অপেক্ষা-সহ নানা ক্ষেত্রে প্রতিকূলতায় পড়তে হয় যাত্রীদের।সাঁতরাগাছি স্টেশনটি দক্ষিণ পূর্ব রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ জংশন এবং টার্মিনাল স্টেশন।
advertisement
advertisement
এটি কলকাতা ও হাওড়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। স্টেশনটির উন্নয়নের প্রধান লক্ষ্য হল হাওড়া স্টেশনের উপর চাপ কমানো এবং যাত্রীদের জন্য আরও আধুনিক ও উন্নত পরিষেবা প্রদান করা।সাঁতরাগাছি স্টেশনের উন্নয়নের অংশ হিসেবে, কোনা এক্সপ্রেসওয়ের সাথে সরাসরি সংযোগ স্থাপনের জন্য একটি নতুন সংযোগ পথ তৈরি করা হয়েছে। এছাড়াও, স্টেশনটিতে নতুন প্ল্যাটফর্ম, ফুট ওভার ব্রিজ, লিফট, এসকেলেটর, এবং ট্র্যাভেলেটর সংযোজন করার পরিকল্পনা রয়েছে। এই সমস্ত উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সাঁতরাগাছি স্টেশনটি একটি আধুনিক এবং বিশ্বমানের রেলওয়ে স্টেশনে রূপান্তরিত হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 1:56 PM IST