Keral Accident: কেরলে ২৫ ফুট গভীর গর্তে নেমে কাজ করার সময় মাটি ধসে নিহত ৪ বাঙালি তরুণ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Keral Accident: তাঁরা সকলে চলতি মাসের ৫ তারিখ কেরলের চিকুস এলাকায় রাজমিস্ত্রির যোগাড়ের কাজে গিয়েছিলেন।
অশোকনগর : কেরলে রাজমিস্ত্রির কাজে গিয়ে মাটির ধসে (Keral accident) মৃত্যু হল ৪ বাঙালি তরুণের।শোকের ছায়া পরিবার-সহ গোটা এলাকায়। নিহতরা হলেন অশোকনগর থানা এলাকার বাসিন্দা নুর আমিন মন্ডল(১৮), নজ্জেশ আলি মন্ডল (২৮) , কুদ্দুস আলি মন্ডল (৪৬) এবং নদিয়ার হরিণঘাটা থানার পাঁচ কেওনি গ্রামের বাসিন্দা ফয়িজুল্লা মন্ডল(৩২)। তাঁরা সকলে চলতি মাসের ৫ তারিখ কেরলের চিকুস এলাকায় রাজমিস্ত্রির যোগাড়ের কাজে গিয়েছিলেন।
পরিবার সূত্রে খবর, শুক্রবার দুপুরে খাবার খেয়ে পঁচিশ ফুট গর্তে নেমে কাজ করছিলেন ওই চার যুবক৷ তখন হঠাৎ করে উপর থেকে মাটি ধসে নীচে পড়ে৷ তাতেই চাপা পড়েন চার বাঙালি যুবক। তাঁদের দ্রুত উদ্ধার করতে গিয়ে অশোকনগরের আরও দুই যুবক জিয়ারুল মন্ডল এবং ফারুক মন্ডলও আহত হন।
advertisement
advertisement
উদ্ধার করে চার যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।পরিবারে খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। পরিবার এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে শনিবার গভীর রাতে মৃতদেহ ফিরবে অশোকনগর সহ নদিয়ার শোকার্ত পরিবারের শোকার্ত পরিবারগুলি সরকারি সহযোগিতা এবং তাঁদের পাশে থাকার আবেদন জানিয়েছেন।
advertisement
( প্রতিবেদন : জিয়াউল আলম)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 19, 2022 11:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Keral Accident: কেরলে ২৫ ফুট গভীর গর্তে নেমে কাজ করার সময় মাটি ধসে নিহত ৪ বাঙালি তরুণ