Bengal Famous Village: বীরভূমের এই গ্রাম যেন 'রত্নগর্ভা', এখানে জন্মেছেন সাহিত্যিক থেকে শুরু করে বিজ্ঞানীরা! কোন গ্রাম বলুন তো?
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
কেন বিখ্যাত বীরভূমের এই গ্রাম জানলে চমকে উঠবেন!
বীরভূম: মাড়গ্রাম বীরভূম জেলার এমন একটি গ্রাম যে গ্রামে জন্ম, বিজ্ঞানী থেকে শুরু করে সাহিত্যিক এর।এই গ্রামের জনসংখ্যা বর্তমানে প্রায় ৬০০০০ এর কাছাকাছি। এবার হয়ত মনে করতে পারেন একটি গ্রামের জনসংখ্যা কী করে এতটা হওয়া সম্ভব তবে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।মাড়গ্রাম এই নামের মূল অর্থ ‘মান গাও’ মানে এক কথায় আমার গ্রাম। পূর্বপুরুষদের মুখে শোনা যায় এই গ্রাম এক সময় ছিল জঙ্গলে পরিপূর্ণ আস্তে আস্তে সেই জঙ্গল কেটে তৈরি হয় আস্ত একটি গ্রাম। আর সেই কারণেই পূর্বপুরুষদের মুখে শোনা যায় এই গ্রামের নাম মাড়গ্রাম হওয়ার আগে ছিল “কাটা মাড়গ্রাম”।
এই মাড় গ্রামের মূল প্রতিষ্ঠাতা শাহ জাফর খাঁ গাজি, তিনিই প্রথম এখানে এসে বসতি শুরু করেছিলেন এমনটাই শোনা যায়।তার আগে এই গ্রাম ছিল রাজাদের গ্রাম। তিনি যখন এসে এই গ্রামে প্রথম বসতি শুরু করেন তারপরে আস্তে আস্তে জনসংখ্যা বাড়তে শুরু করে এই গ্রামে। আয়তনের পাশাপাশি জনসংখ্যার ভিত্তিতেও এই মাড়গ্রাম অনেটাই বড়।
advertisement
আরও পড়ুনChristmas Bow Barrack Cake: ক্রিসমাসে বো ব্যারাকে বিরাট চমক, সবথেকে পুরনো বেকারি-তে কী থাকছে?
advertisement
এই মাড়গ্রাম এর অন্তর্ভুক্ত রয়েছে একটি থানা, দুটি গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস, রেজিস্ট্রি অফিস, গ্যাস অফিস, ইলেকট্রিক অফিস এবং রয়েছে রাজ্যের মধ্যে বৃহত্তর বাজার। এর পাশাপাশি বিশিষ্ট বিজ্ঞানী কুদরতে খোদার জন্মস্থান এখানে। যার নামে বর্তমানে তার বাসস্থানে ডঃ মহঃ কুদরত-এ-খুদা গ্রামীন বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ কেন্দ্র নামে একটি সংস্থা চলে। দেশভাগের সময় তিনি পাকিস্তান এবং সেখান থেকে বাংলাদেশে চলে যান। এর পাশাপাশি বিখ্যাত সাহিত্যিক রেজাউল করিম সাহেবের জন্মস্থান এই মাড়গ্রাম।
advertisement
বর্তমানে এই মাড়গ্রাম শিক্ষায়, দীক্ষায়, খেলাধুলায়, চেতনায়, সমৃদ্ধ একটি গ্রাম। এই গ্রামের মানুষদের মধ্যে একে ওপরের মধ্যে ভালবাসা আপনাদের মুগ্ধ করবে। তাই এবার বীরভূম যদি আসেন অবশ্যই হাতে একটি ঘন্টা সময় নিয়ে এই বৃহত্তর গ্রাম থেকে ঘুরে যেতেই পারেন।
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 12, 2024 10:42 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Famous Village: বীরভূমের এই গ্রাম যেন 'রত্নগর্ভা', এখানে জন্মেছেন সাহিত্যিক থেকে শুরু করে বিজ্ঞানীরা! কোন গ্রাম বলুন তো?







