Bengali News: তিন বছর ধরে কষ্ট সহ্যের পর খুশির খবর, রাজ্যের মধ্যস্থতায় খুলছে ওয়েলিংটন জুটমিল

Last Updated:

আর্থিক সঙ্কটের কারন দেখিয়ে ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি রিষড়ার ওয়েলিংটন জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোর্টিশ ঝুলিয়ে দিয়েছিল মালিকপক্ষ

+
প্রতিকী

প্রতিকী চিত্র 

হুগলি: একসময় হুগলি নদীর দুই পাড় বরাবর গড়ে উঠেছিল সুবিশাল শিল্পাঞ্চল। যার কেন্দ্রবিন্দুতে ছিল পাটশিল্প। কিন্তু কালের নিয়মে পাট শিল্পের বর্তমান অবস্থা বেশ খারাপ। একের পর এক জুটমিল বন্ধ হয়ে যাচ্ছে। তবে এবার উল্টো পথে হেঁটে এল খুশির খবর। রাজ্য সরকারের মধ্যস্থতায় তিন বছর পর আবার খুলতে চলেছের রিষড়ার বন্ধ ওয়েলিংটন জুটমিল।
আর্থিক সংকটের কারন দেখিয়ে ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি রিষড়ার ওয়েলিংটন জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোর্টিশ ঝুলিয়ে দিয়েছিল মালিকপক্ষ। এবার শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে মিল কর্তৃপক্ষ, শ্রম দফতরের আধিকারিক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয়েছে আগামী ৫ মার্চ থেকে আবারও কাজ শুরু হবে ওয়েলিংটন জুটমিলে। প্রথমে রক্ষণাবেক্ষণ বিভাগের শ্রমিকরা কাজে যোগ দেবেন । পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য শ্রমিকরাও কাজে যোগ দেবেন বলে বইটা খেয়ে সিদ্ধান্ত হয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই বিষয়ে ওয়েলিংটন জুটমিলের এক শ্রমিক জানান, তাঁদের এখানে ১৬৮৬ জন শ্রমিক কাজ করেন। মিল বন্ধ থাকায় গত তিন বছর ধরে প্রতিটি পরিবার বহু কষ্ট সহ্য করে দিন কাটিয়েছে। মিল খুললে তাঁরা আবার কাজ পাবেন, তাই এলাকার সকলে খুশি। এই সিদ্ধান্তে খুশি মিলে আশেপাশের এলাকার দোকানদাররাও। তাঁদেরও ব্যবসা গত তিন বছর ধরে তেমন একটা হয়নি। মিল খুললে তাঁদেরও হাল ফিরবে বলে মনে করা হচ্ছে। সিআইটিইউ নেতা সুমঙ্গল সিং জানান, প্রথমে দৈনিক ৩০ টন উৎপান হবে। পরে ধাপে ধাপে তা বেড়ে ১০০ টনে হবে।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: তিন বছর ধরে কষ্ট সহ্যের পর খুশির খবর, রাজ্যের মধ্যস্থতায় খুলছে ওয়েলিংটন জুটমিল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement