Bengali News: কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হবে আন্ডারপাস-ওভারব্রিজ, মোদির হাত ধরে সূচনা

Last Updated:

ভার্চুয়ালি একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরুলিয়া স্টেশন, আদ্রা স্টেশন, আনারা স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশনেকে রূপান্তরিত করা হচ্ছে

+
গোশালা

গোশালা মোড়ের আণ্ডারপাস ও ওভারব্রীজ

পুরুলিয়া: শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা গোশালা মোড়। এই রাস্তার উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করে কয়েক হাজার মানুষ। এই রাস্তার উপর যেতে গেলে পড়ে একটি রেল গেট। রেলগেটটি অতিক্রম করে শহরে প্রবেশ এবং শহর থেকে বেরোতে হয়। ট্রেন যাতায়াতের কারণে হামেশাই বন্ধ থাকে গুরুত্বপূর্ণ এই রেল গেটটি। ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। ‌ এই অবস্থা থেকে মুক্তি পেতে এলাকার মানুষেরা বারংবার সাবওয়ে বা আণ্ডারপাসের দাবি জানিয়ে আসছেন। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। ‌
সোমবার ভার্চুয়ালি একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরুলিয়া স্টেশন, আদ্রা স্টেশন, আনারা স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশনেকে রূপান্তরিত করা হচ্ছে। এরই পাশাপাশি আদ্রা ডিভিশনের বেশ কয়েকটি স্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে। জঙ্গলমহলের ১৬ টি এলাকা ও রাঁচি ডিভিশনের দুটি এলাকায় মোট ১৮-টি জায়গায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠান হয়। তারই মধ্যে রয়েছে পুরুলিয়া শহরের উপকণ্ঠে অবস্থিত গোশালা রেলক্রসিংয়ের এই আন্ডারপাস। এই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সাংসদ জ্যোতির্ময় সিং মহাত বলেন, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে। ‌এই কাজ বহুদিন আগেই হওয়ার কথা ছিল। বেশ কিছু কারণে কাজটি আটকে ছিল। অবশেষে প্রধানমন্ত্রীর হাত ধরে এই কাজের শিলান্যাস হল।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হবে আন্ডারপাস-ওভারব্রিজ, মোদির হাত ধরে সূচনা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement