Bengali News: কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হবে আন্ডারপাস-ওভারব্রিজ, মোদির হাত ধরে সূচনা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
ভার্চুয়ালি একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরুলিয়া স্টেশন, আদ্রা স্টেশন, আনারা স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশনেকে রূপান্তরিত করা হচ্ছে
পুরুলিয়া: শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা গোশালা মোড়। এই রাস্তার উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করে কয়েক হাজার মানুষ। এই রাস্তার উপর যেতে গেলে পড়ে একটি রেল গেট। রেলগেটটি অতিক্রম করে শহরে প্রবেশ এবং শহর থেকে বেরোতে হয়। ট্রেন যাতায়াতের কারণে হামেশাই বন্ধ থাকে গুরুত্বপূর্ণ এই রেল গেটটি। ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। এই অবস্থা থেকে মুক্তি পেতে এলাকার মানুষেরা বারংবার সাবওয়ে বা আণ্ডারপাসের দাবি জানিয়ে আসছেন। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে।
সোমবার ভার্চুয়ালি একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরুলিয়া স্টেশন, আদ্রা স্টেশন, আনারা স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশনেকে রূপান্তরিত করা হচ্ছে। এরই পাশাপাশি আদ্রা ডিভিশনের বেশ কয়েকটি স্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে। জঙ্গলমহলের ১৬ টি এলাকা ও রাঁচি ডিভিশনের দুটি এলাকায় মোট ১৮-টি জায়গায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠান হয়। তারই মধ্যে রয়েছে পুরুলিয়া শহরের উপকণ্ঠে অবস্থিত গোশালা রেলক্রসিংয়ের এই আন্ডারপাস। এই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সাংসদ জ্যোতির্ময় সিং মহাত বলেন, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে। এই কাজ বহুদিন আগেই হওয়ার কথা ছিল। বেশ কিছু কারণে কাজটি আটকে ছিল। অবশেষে প্রধানমন্ত্রীর হাত ধরে এই কাজের শিলান্যাস হল।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2024 9:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হবে আন্ডারপাস-ওভারব্রিজ, মোদির হাত ধরে সূচনা
