Bengali News: আশা কর্মীদের টানা কর্মবিরতিতে শিশু থেকে মা সবাই বিপদে

Last Updated:

আশা কর্মীদের এই কর্ম বিরতি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। রাজ্যের অন্যান্য জায়গার মতো গাইঘাটাতেও আশাকর্মীরা কর্মবিরতি করছেন

+
আশা

আশা কর্মী 

উত্তর ২৪ পরগনা: মাসিক বেতন বৃদ্ধি, সময় মত ইনসেনটিভের টাকা সহ একাধিক দাবিতে এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আশা কর্মীরা। ‘কর্মক্ষেত্রে নানাবিধ বঞ্চনা’র অভিযোগে শুরু হওয়া আশাকর্মীদের কর্মবিরতি এদিন পঞ্চম দিনে পড়েছছ। আশাকর্মীদের এই কর্ম বিরতির জেরে প্রাথমিক স্তরের স্বাস্থ্য পরিষেবা মুখ থুবড়ে পড়ার জোগাড় হয়েছে বলে মানছেন স্বাস্থ্য দফতরের একাংশ। সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে শিশুদের টিকাকরণ সহ প্রসূতি মায়েদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কাজ।
আশা কর্মীদের এই কর্ম বিরতি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। রাজ্যের অন্যান্য জায়গার মতো গাইঘাটাতেও আশাকর্মীরা কর্মবিরতি করছেন। এদিন তাঁরা বিক্ষোভ দেখান নিজেদের দাবি দাওয়ার স্বপক্ষে। প্রায় ৩০০ আশাকর্মী বিক্ষোভ মিছিলে শামিল হয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত নেন। আশাকর্মীরা জানান, যতক্ষণ না পর্যন্ত তাঁদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চালিয়ে যাবেন। তাঁদের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য বাজেটে তাঁদের কথা বলা হয়নি। মাসে মাত্র সাড়ে চার হাজার টাকা বেতনে সংসার চালানো যায় না।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
২৪ ঘণ্টার’ও কম সময়ের নোটিসে তাঁদের যে কোন‌ও জায়গায় পাঠানো হয়, কিন্তু এর জন্য উপযুক্ত পারিশ্রমিক মেলে না বলেও অভিযোগ আশা কর্মীদের। এদিকে আশা কর্মীদের উপরে মূলত বর্তমানে তৃণমূল স্তরের স্বাস্থ্য পরিষেবার বিষয়টি দাঁড়িয়ে আছে। তাঁদের এই টানা কর্ম বিরতির জেরে শিশুদের পোলিও টিকা খাওয়ানো, গর্ভবতী মায়েদের ওষুধ দেওয়া, মধুমেহ রোগে আক্রান্তদের সুগার টেস্ট সবকিছুই ব্যাহত হচ্ছে।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: আশা কর্মীদের টানা কর্মবিরতিতে শিশু থেকে মা সবাই বিপদে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement