Bengali News: স্বাস্থ্যকেন্দ্র না এটা মগের মুলুক! ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে খোলে তালা, ইচ্ছে হলে চিকিৎসক আসেন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
চিকিৎসা পরিষেবার এমন বেহাল দৃশ্য উঠে এসেছে কাটোয়া-১ ব্লকের সুদপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে
পূর্ব বর্ধমান: ঘড়ির কাঁটায় তখন বাজে সকাল ১১ টা। তখনও খোলেনি স্বাস্থ্য কেন্দ্রের দরজা। সেখানে ঝুলছে তালা। এদিকে স্বাস্থ্য কেন্দ্রের দরজার সামনে অপেক্ষায় বহু রোগী। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-১ ব্লকের।
চিকিৎসা পরিষেবার এমন বেহাল দৃশ্য উঠে এসেছে কাটোয়া-১ ব্লকের সুদপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে। এখানকার রোগীদের সঙ্গে কথা বলে জানা গেল, এটা একদিনের নয় বরং রোজের ছবি। প্রায় দিনই দেরি করে স্বাস্থ্যকেন্দ্রটি খোলা হয়।
advertisement
এই স্বাস্থ্য কেন্দ্রটি নিয়ে রোগীদের আলও অনেক অভিযোগ আছে। দেরি করে খোলায় হামেশাই রোগীরা ডাক্তার না দেখিয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হন। পাশাপাশি তাঁদের অভিযোগ, চিকিৎসকরা ভাল করে দেখেন না, মুখের কথা শুনেই ওষুধ লিখে দেন।
advertisement
শনিবার বেলা ১১:১০ নাগাদ ওই স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট চিরঞ্জিত পণ্ডিত এসে তালা খোলেন। দেরি করে খোলার কারণ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন , বাইক খারাপ হয়ে যাওয়ায় আসতে একটু দেরি হয়েছে। তিনি দাবি করেন, অন্যান্য দিন ১০ টা ১০-১৫-এর মধ্যে খুলে যায়। সাফাইয়ের সুরে বলেন, যেহুতু সবটা তিনি একাই দেখেন তাই অনেকক্ষণ ধরে এখানে থাকতে হয়। ফার্মাসিস্ট চিরঞ্জিত পণ্ডিত জানান, এই স্বাস্থ্যকেন্দ্রে একজন মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট, একজন নার্স এবং একজন জিডিএ স্টাফ থাকা দরকার। কিন্তু জিডিএ-এর পোস্ট দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে আছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নার্স আছেন, কিন্তু ব্লকে ডিউটি করার কারণে তিনি সপ্তাহে এক-দু’দিনের বেশি আসতে পারেন না। সপ্তাহে ২- ৩ দিন আসেন চিকিৎসক। এদিনও স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারবাবু অনুপস্থিত ছিলেন। রোগীরা স্বাস্থ্যকেন্দ্রে আসেন এবং ডাক্তার না থাকায় ফার্মাসিস্টের কাছে ওষুধ নিয়ে ফিরে যান। এই বিষয়ে স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার তন্ময় সরকার বলেন, শরীর খারাপ থাকার কারণে এদিন আসতে পারেননি।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2024 8:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: স্বাস্থ্যকেন্দ্র না এটা মগের মুলুক! ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে খোলে তালা, ইচ্ছে হলে চিকিৎসক আসেন