Bengali News: চলতি বছরেই নিজস্ব স্কুল বিল্ডিংয়ে অলচিকিতে পড়াশোনা

Last Updated:

চলতি আর্থিক বছরে দক্ষিণ দিনাজপুরের সরকারি অনুমোদনপ্রাপ্ত চারটি সাঁওতালি মাধ্যম স্কুলের ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে

+
নতুন

নতুন ভবন

দক্ষিণ দিনাজপুর: মাতৃভাষায় শিক্ষাদান রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচি। সেই অনুযায়ী রাজ্যের বিভিন্ন জায়গায় অলচিকি হরফে আদিবাসী পড়ুয়াদের পড়াশোনার ব্যবস্থা করা হচ্ছে। কয়েক বছর আগে অলচিকি ভাষায় পড়াশোনার জন্য বেশ কয়েকটি জুনিয়র হাইস্কুল শুরু হয়েছিল। কিন্তু এতদিন পর্যন্ত এই স্কুলগুলির নিজস্ব ভবন ছিল না দক্ষিণ দিনাজপুরে। অন্য কোনও স্কুলে একটি বা দুটি ঘর নিয়ে চলছিল অলচিকি মাধ্যমের স্কুলগুলি। স্থায়ী শিক্ষকও সেভাবে নিয়োগ হয়নি। প্রাথমিকের শিক্ষকদের দিয়েই এই স্কুলগুলি পরিচালনা করছে জেলা শিক্ষা দফতর। তবে দ্রুত সেই ছবিটা বদলাতে চলেছে।
চলতি আর্থিক বছরে দক্ষিণ দিনাজপুরের সরকারি অনুমোদনপ্রাপ্ত চারটি সাঁওতালি মাধ্যম স্কুলের ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। বালুরঘাট ব্লকের ফতেপুর বাদমূলক জুনিয়র হাই স্কুল, কাটনা জুনিয়র হাইস্কুল, বংশীহারী ব্লকের রাঘবনগর এবং দেওগাঁও জুনিয়র হাইস্কুলের ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে এই সমস্ত স্কুলগুলিতে হোস্টেল তৈরি করার কথা ঘোষণা করেন। সেই মত বিভিন্ন স্কুলে হোস্টেল নির্মাণের জন্যও জমি দেখার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। চলতি শিক্ষাবর্ষ থেকেই নতুন ভবনে অলচিকি হরফে ক্লাস চালু হবে সাঁওতালি মাধ্যম স্কুলগুলির।
advertisement
advertisement
সাঁওতালি মিডিয়াম স্কুলগুলিতে পঠনপাঠনের জন্য ক্রমশ বাড়ছে পড়ুয়ার সংখ্যা। সেই কথা মাথায় রেখে পরিকাঠামো বাড়াতে জেলার মোট চারটি উচ্চপ্রাথমিক স্কুলে ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলায় ২০২০ সাল থেকে চারটি প্রাথমিক স্কুলে সাঁওতালি মাধ্যম পড়াশোনা চালু হয়।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
ওই চারটি স্কুলে প্রায় ২০০ ছাত্রছাত্রী রয়েছে। এছাড়াও প্রতিটি স্কুলে দু’জন করে মোট আটজন শিক্ষক আছেন। একটি স্কুলে তিনটি করে শ্রেণিকক্ষ এবং ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা শৌচালয় নির্মাণের পাশাপাশি হোস্টেল নির্মাণের কাজ চলছে। এই উদ্যোগে খুশি জেলার আদিবাসী মানুষজন।
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: চলতি বছরেই নিজস্ব স্কুল বিল্ডিংয়ে অলচিকিতে পড়াশোনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement