Bengali News: অন্তরালে শিল্পী! ৮৭ বছরেও লিখে চলেছেন একের পর এক নাটক

Last Updated:

এই নাট্য শিল্পীর বর্তমান বয়স ৮৭ বছর। এই বয়সেও অভিনয়ের মাধ্যমে দর্শকদের আবেগের স্রোতে ভাসিয়ে নিয়ে যান। তবে অবসর সময় যা করেন এই প্রাক্তন শিক্ষক তা জানলে অবাক হবেন

+
যুগজিৎ

যুগজিৎ নন্দ 

পশ্চিম মেদিনীপুর: অসহায় বাবার চরিত্র থেকে রাজার পাঠ, সামাজিক থেকে পৌরাণিক নাটক কিংবা যাত্রার যে কোনও চরিত্রে অভিনয় করেছেন। এই ৮৫ বছর বয়স পেরিয়েও গলায় সেই অতীতের জোর বিদ্যমান। নাটক যেন তাঁর রক্তে মিশে আছে। স্বাধীনতা সংগ্রামী বাবাকে দেখেই নাট্য জগতে পা রেখেছিলেন পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা প্রাক্তন শিক্ষক যুগজিৎ নন্দ।
এই নাট্য শিল্পীর বর্তমান বয়স ৮৭ বছর। এই বয়সেও অভিনয়ের মাধ্যমে দর্শকদের আবেগের স্রোতে ভাসিয়ে নিয়ে যান। তবে অবসর সময় যা করেন এই প্রাক্তন শিক্ষক তা জানলে অবাক হবেন। যুগজিৎ নন্দ প্রধান শিক্ষক হিসেবে সামান্য বেতনে সবং-এর খড়িকা বিবেকানন্দ বিদ্যায়তনে শিক্ষকতা করতেন। এরপর নছিপুর হাইস্কুলে প্রধান শিক্ষক এবং বেলদা গঙ্গাধর অ্যাকাডেমিতে ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে যোগ দেন এবং পরে সেখান থেকেই অবসর নেন।
advertisement
advertisement
১৯৬২ থেকে ৫ বছর তিনি বেলদা কলেজ ও মেদিনীপুর কলেজে এনসিসির প্রশিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। এই প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে দিল্লির রাজপথে কুচকাওয়াজে যোগ দেওয়ার কৃতিত্ব আছে তাঁর। সেখানে পারদর্শিতা দেখিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবনে বিশেষ অনুষ্ঠানেও যোগ দেন।
আরও খবর পড়তে ফলো করুন
ছোট থেকেই বাবার কাছে নাট্যচর্চায় হাতে খড়ি। অভিনয় করেছেন বিভিন্ন নাট্যদলে। স্কুল-কলেজ জীবনে বিভিন্ন নাটক যাত্রাতে অংশ নিয়েছেন তিনি। তবে বর্তমানে স্কুল জীবন থেকে অবসর নিয়ে বাড়িতেই একাধিক নাটক লিখেছেন যুগজিৎবাবু। বাংলার পাশাপাশি হিন্দিতেও লিখেছেন একাধিক নাটক। পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দিয়েছেন নাটকের নেশা। বর্তমানে তাঁর ছেলেরাও নাটকে অভিনয় করেন। শুধু তাই নয়, তিনি লিখেছেন অনুগল্পও। শিক্ষকতার জীবনে তিনি বেশ কয়েকটি পাঠ্য বইও লিখেছেন। যাত্রা শিল্পের সেকাল-একাল নিয়ে লিখেছেন বইও।
advertisement
তবে এত বয়সে এসে আর নিজে লিখতে পারেন না যুগজিৎবাবু। পরিবারের সদস্যদের কাছে বসে তিনি অনবরত সংলাপ বলে চলেন, আর তাঁরা সেটা খাতায় লিখে দেন। এভাবেই লেখা হয়ে চলেছে একের পর এক নাটক।
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: অন্তরালে শিল্পী! ৮৭ বছরেও লিখে চলেছেন একের পর এক নাটক
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement