Bengali News: নবম শ্রেণির ছাত্রী 'বীরঙ্গনা', রাজশ্রীর জন্য বেঁচে গিয়েছে ওরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এক গ্রাম মগরাহাটের চকপরান কাটাখালিতে বাড়ি রাজশ্রীর
দক্ষিণ ২৪ পরগনা: সরকারের শত প্রচেষ্টা, প্রচার সত্ত্বেও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় বাল্যবিবাহ কিছুতেই ঠেকানো যাচ্ছে না। সেই সঙ্গে মাথাচাড়া দিচ্ছে শিশু পাচারের সমস্যা। তবে এই অন্ধকারের মধ্যেই আছে কিছু আলোর দিশা। সেই সমস্যা দৃঢ়তার সঙ্গে সমাধান করে বীরাঙ্গনা পুরষ্কার পেলেন মগরাহাটের রাজশ্রী বণিক।
দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এক গ্রাম মগরাহাটের চকপরান কাটাখালিতে বাড়ি রাজশ্রীর। গত দু’বছর ধরে বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে সচেতনতা প্রচার চালিয়ে এসেছেন গ্রামবাসীদের মধ্যে। ইতিমধ্যেই তাঁর চেষ্টাতে ঠেকানো গিয়েছে তিন নাবালিকার বিয়ে। সম্প্রতি রাজ্য সরকার এই কাজের জন্য তাঁকে পুরস্কৃত করে। এই পুরস্কার রাজশ্রীর হাতে তুলে দেন শিশু অধিকার সুরক্ষা আয়োগের সভাপতি সুদেষ্ণা রায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাজশ্রী জানান, কাজ করতে গিয়ে একাধিকবার সমস্যায় পড়তে হয়েছে, কিন্তু কাজ থামিয়ে দেননি। এসেছে মারধরের হুমকি, তবু তাঁর কণ্ঠ থামেনি। অল্প বয়সে বিয়ে হলে কী হয় সে নিয়ে লাগাতার প্রচার চালিয়ে গিয়েছেন। মগরাহাট-২ ব্লকের চকপরান কাটাখালি বেলুমনি গার্লস হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী রাজশ্রী। ৩০০ জন স্কুলছাত্রীকে নিয়ে তার একটি দল আছে। সেই দল নিয়ে এই কাজ করেন। রাজশ্রীর এই সাফল্যে খুশি স্কুলের সহপাঠী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারাও।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2024 7:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: নবম শ্রেণির ছাত্রী 'বীরঙ্গনা', রাজশ্রীর জন্য বেঁচে গিয়েছে ওরা