Bengali News: শিশুদের জন্মগত জটিল রোগ নিয়ে আর ভাবনা নেই, জেলাতেই বিশ্বমানের চিকিৎসা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
চিকিৎসক বীরেশ্বর বল্লভ জানিয়েছেন, উন্নতমানের এই চিকিৎসা পরিষেবা রোগ নিরাময়ের ক্ষেত্রে বড়সড় ভূমিকা নেবে আরামবাগ মেডিকেল কলেজের শিশু বিভাগ
হুগলি: সদ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল। সেখানেই এবার চালু হল শিশুদের চিকিৎসায় নতুন বিভাগ। জন্মগত ত্রুটিজনিত শিশুদের চিকিৎসার জন্য এই বিশেষ বিভাগ চালু হয়েছে, যার নাম ডিস্ট্রিক আর্লি ইন্টারভেনশন সেন্টার।
জানা গিয়েছে, এই বিভাগে শিশুদের জন্মগত সমস্যা সংক্রান্ত ফিজিওথেরাপি, অফথেমোলজি, অডিওলোজি, সাইকোলজি ও ডেন্টাল সমস্যার চিকিৎসা হবে। শিশুদের এইসব সমস্যার চিকিৎসার জন্য এতদিন মহকুমা ও জেলার বাসিন্দাদের কলকাতায় যেতে হত। এবার থেকে আর তা করতে হবে না আরামবাগ মহাকুমার বাসিন্দাদের। এবার জেলার হাসপাতালেই মিলবে এই চিকিৎসা পরিষেবা।হুগলি জেলার মধ্যে প্রথম এখানে ডিইআইসি চালু হল। আধুনিক চিকিৎসার সবসরকম সুবিধা পাওয়া যাবে এখানে।
advertisement
advertisement
কীভাবে এই বিভাগে যোগাযোগ করতে হবে এবং কী কী পরিষেবা পাওয়া যাবে তা নিয়ে কামারপুকুর হাসপাতালের চিকিৎসক বীরেশ্বর বল্লভ বিস্তারিত জানিয়েছেন।
এই বিষয়ে চিকিৎসক বীরেশ্বর বল্লভ জানিয়েছেন, উন্নতমানের এই চিকিৎসা পরিষেবা রোগ নিরাময়ের ক্ষেত্রে বড়সড় ভূমিকা নেবে আরামবাগ মেডিকেল কলেজের শিশু বিভাগ। জন্মগত ত্রুটিজনিত শিশুদের চিকিৎসা এখানে দ্রুত শুরু হলে অনেক শিশুই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। কেননা সদ্যজাত অবস্থায় চিকিৎসা শুরু হলে তার জটিল সমস্যার সমাধান অনেকটাই সম্ভব। তার জন্য প্রথমে ব্লক হাসপাতালগুলিতে যদি এই রোগ চিহ্নিত হয় তবে দ্রুত এখানে চিকিৎসা শুরু করা যাবে। বিনামূল্যে শিশুদের এই চিকিৎসা হবে বলে জানিয়েছেন তিনি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
উল্লেখ্য, হুগলি জেলায় প্রথমে তারকেশ্বরে এই মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল। তবে উপযুক্ত জমি না পাওয়ায় আরামবাগে মেডিকেল কলেজ করার পরিকল্পনা নেওয়া হয়। পুরসভার উদ্যোগে আরামবাগে শুরু হয় দ্রুত জমি খোঁজা। ২০২২ সালে হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়। পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে মেডিকেল কলেজের উদ্বোধন করেন।
advertisement
শুভজিৎ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2024 1:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: শিশুদের জন্মগত জটিল রোগ নিয়ে আর ভাবনা নেই, জেলাতেই বিশ্বমানের চিকিৎসা