Berhampore Update: লক্ষ লক্ষ টাকার মাছ মরে ভাসছে, দুর্গন্ধে নাজেহাল বহরমপুরবাসী

Last Updated:

বহরমপুর পুরসভার অন্তর্গত এই সুভাষ সরোবর লালদিঘি পার্ক নামে পরিচিত। লালদিঘি বা সুভাষ সরোবরকে ঘিরে এক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। দুপুর হলেই পার্কে ঘুরতে আসেন পর্যটকরা, সেখানেই এবার বিপত্তি

মরা মাছ
মরা মাছ
মুর্শিদাবাদ: হোলির আনন্দে সবাই যখন ব্যস্ত, তখন‌ই মাছের মড়ক লাগল বহরমপুরের লালদিঘিতে। গত দু’দিনে প্রায় ৪০ কুইন্টাল মাছ মারা গিয়েছে বলে দাবি স্থানীয় মৎস্যজীবীদের। আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এই ঘটনায় ইতিমধ্যেই বহরমপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে, বহরমপুর পুরসভার অন্তর্গত এই সুভাষ সরোবর লালদিঘি পার্ক নামে পরিচিত। লালদিঘি বা সুভাষ সরোবরকে ঘিরে এক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। দুপুর হলেই পার্কে ঘুরতে আসেন পর্যটকরা। এখানকার জলাশয়ে আছে প্রচুর মাছ। কয়েকজন মৎস্যজীবী লালদিঘি লিজ নিয়ে মাছ চাষ করেন। সেই মৎস্যজীবীদের অভিযোগ, কেউ ইচ্ছাকৃতভাবে পুকুরের জলে বিষ মিশিয়ে মাছগুলোকে মেরে ফেলেছে। পুকুর পাড়ের এক জায়গায় ঘাস ও আগাছা মরে যাওয়ায় সেখানেই বিষ বা কোন‌ও বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে দাবি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
প্রায় ৪০ কুইন্টাল মাছ মরে জলে ভেসে ওঠায় কার্যত পথে বসার দশা ওই মৎস্যজীবীদের। এদিকে বিপুল পরিমাণ মাছ মরে জলে ভেসে ওঠায় এলাকায় পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দুর্গন্ধের টেকা দায় হয়ে উঠেছে এলাকাবাসীর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Berhampore Update: লক্ষ লক্ষ টাকার মাছ মরে ভাসছে, দুর্গন্ধে নাজেহাল বহরমপুরবাসী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement