Everest: এখনও আটকে হিলারি স্টেপেই! এভারেস্ট জয়ী সুব্রতর দেহ কেন উদ্ধার হল না এখনও?

Last Updated:

Mt. Everest Climbers: তিন বছর পর এভারেস্টে জয় করে মৃত বাঙালি পর্বতারোহী সুব্রত ঘোষ। এখনও অসুস্থ সুব্রতর সঙ্গী আরও এক বাঙালি রুম্পা দাস।


দেহ এখনও আটকে হিলারি স্টেপেই! এভারেস্ট জয়ী সুব্রতর কেন উদ্ধার হল না এখনও?
দেহ এখনও আটকে হিলারি স্টেপেই! এভারেস্ট জয়ী সুব্রতর কেন উদ্ধার হল না এখনও?
তিন বছর পর এভারেস্টে জয় করে মৃত বাঙালি পর্বতারোহী সুব্রত ঘোষ। এখনও অসুস্থ সুব্রতর সঙ্গী আরও এক বাঙালি রুম্পা দাস। এভারেস্ট অভিযানে গিয়ে মৃত সুব্রত ঘোষের দেহ উদ্ধারের কাজ আজও সম্ভব হল না। হিলারি স্টেপে রয়েছে সুব্রতর দেহ। আবহাওয়া খারাপ থাকায় আজ কোনও অভিযান হয়নি। সেই কারণেই দেহ উদ্ধার সম্ভব হয়নি।
রানাঘাটের বাসিন্দা পর্বতারোহীর নাম সুব্রত ঘোষ। স্নোয়ি হোরাইজন ট্রেক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বোধরাজ ভান্ডারি সুব্রত ঘোষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার মাউন্ট এভারেস্ট সামিট পয়েন্টের খুব কাছেই হিলারি স্টেপ সংলগ্ন অংশ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়।
advertisement
advertisement
প্রসঙ্গত, এভারেস্ট অভিযানে গিয়ে নিখোঁজ হয়েছিলেন রানাঘাটের সুব্রত ঘোষ। এদিন এভারেস্ট জয় করে ফেরার পথে নিখোঁজ হয়ে যান তিনি। প্রায় ১৭ ঘন্টা ধরে নিখোঁজ থাকার পরে হিলারি স্টেপের কাছে তাঁর দেহ উদ্ধার হয়।
সুব্রত ঘোষের সঙ্গে ছিলেন আরও এক বাঙালি পর্বতারোহী রূম্পা দাস। এই মুহূর্তে তিনিও অসুস্থ, রুম্পা দাস ক্যাম্প ৪-এ রয়েছে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Everest: এখনও আটকে হিলারি স্টেপেই! এভারেস্ট জয়ী সুব্রতর দেহ কেন উদ্ধার হল না এখনও?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement