হোম /খবর /দক্ষিণবঙ্গ /
অভাবের সংসারে স্বপ্নই বাঁচিয়ে রেখেছে লক্ষ্মীকে, রাশিয়ার শৃঙ্গ জয় করে ফিরল বাং

অভাবের সংসারে স্বপ্নই বাঁচিয়ে রেখেছে লক্ষ্মীকে, রাশিয়ার শৃঙ্গ জয় করে ফিরল বাংলার মেয়ে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: অনেকদিন মেয়ের সঙ্গে দেখা নেই মায়ের। মেয়ে রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ জয় করে মঙ্গলবার বিকালে বাড়ি ফিরল। অভাবের সংসারে মেয়ের সাফল্যে গর্বিত মা। লক্ষী ঘোষ। রাজ্য পুলিশের এই কর্মী রাশিয়ার এলব্রুস পর্বত জয় করছেন দ্বিতীয় বাঙালি মহিলা হিসাবে। ২০১২ সালে এন সি সির সুবাদে পুরুলিয়া গিয়ে প্রথম পাহার দেখা। রক ক্লাইম্বিং আর পাহারের প্রেমে পড়া সেই। এক দিকে অনটন অন্য দিকে পাহারের প্রতি অদম্য ভালবাসা। তাকে এই সাফল্য এনে দিয়েছে।

    তার ক্লাব বীজপুরে পাইওনিয়র এর দাদাদের অর্থ সাহায্যে পৌঁছাতে পেরেছেন রাশিয়ায়। তাদের সাহস আর সহযোগিতা সামটের সাফল্য নিয়ে ফিরেছে দেশে। বাড়ি ফিরে এখন একটা টানা ঘুম দিতে চান তিনি। টিনের চালের ঘরে আবার কোন এক শৃঙ্গ জয়ের স্বপ্ন বুনতে চান তিনি। রাশিয়ার এলব্রুস জয়ের থেকেও সে দেশের মানুষকে নিজের কথা বোঝানো বড়ই জটিল। বাড়ি ফিরে সেই কথাই বলছে লক্ষী সকলকে৷

    First published:

    Tags: Bengali Mountaineer, South bengal news