অভাবের সংসারে স্বপ্নই বাঁচিয়ে রেখেছে লক্ষ্মীকে, রাশিয়ার শৃঙ্গ জয় করে ফিরল বাংলার মেয়ে
Last Updated:
#কলকাতা: অনেকদিন মেয়ের সঙ্গে দেখা নেই মায়ের। মেয়ে রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ জয় করে মঙ্গলবার বিকালে বাড়ি ফিরল। অভাবের সংসারে মেয়ের সাফল্যে গর্বিত মা। লক্ষী ঘোষ। রাজ্য পুলিশের এই কর্মী রাশিয়ার এলব্রুস পর্বত জয় করছেন দ্বিতীয় বাঙালি মহিলা হিসাবে। ২০১২ সালে এন সি সির সুবাদে পুরুলিয়া গিয়ে প্রথম পাহার দেখা। রক ক্লাইম্বিং আর পাহারের প্রেমে পড়া সেই। এক দিকে অনটন অন্য দিকে পাহারের প্রতি অদম্য ভালবাসা। তাকে এই সাফল্য এনে দিয়েছে।
তার ক্লাব বীজপুরে পাইওনিয়র এর দাদাদের অর্থ সাহায্যে পৌঁছাতে পেরেছেন রাশিয়ায়। তাদের সাহস আর সহযোগিতা সামটের সাফল্য নিয়ে ফিরেছে দেশে। বাড়ি ফিরে এখন একটা টানা ঘুম দিতে চান তিনি। টিনের চালের ঘরে আবার কোন এক শৃঙ্গ জয়ের স্বপ্ন বুনতে চান তিনি। রাশিয়ার এলব্রুস জয়ের থেকেও সে দেশের মানুষকে নিজের কথা বোঝানো বড়ই জটিল। বাড়ি ফিরে সেই কথাই বলছে লক্ষী সকলকে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 03, 2019 9:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অভাবের সংসারে স্বপ্নই বাঁচিয়ে রেখেছে লক্ষ্মীকে, রাশিয়ার শৃঙ্গ জয় করে ফিরল বাংলার মেয়ে