বাঙালি বলেই কী! তামিলনাড়ুতে মৃত বাঙালি পরিযায়ী শ্রমিকের সঙ্গে যা ঘটল, জানলে লজ্জা পাবেন আপনিও
- Published by:Madhab Das
- local18
Last Updated:
টাকি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীলমণি ঘোষ (৫৩)। দীর্ঘ ১২ বছর ধরে তিনি তামিলনাড়ুর একটি কারখানায় কাজ করতেন।
টাকি, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: টাকি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীলমণি ঘোষ (৫৩)। দীর্ঘ ১২ বছর ধরে তিনি তামিলনাড়ুর একটি কারখানায় কাজ করতেন। তবে গত ১৯ তারিখ তাঁর সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে। তিনি যখন কারখানায় সিঁড়ি দিয়ে উঠছিলেন তখন হঠাৎ পড়ে যান এবং মাথায় আঘাত লাগে। আঘাতের ফলে নীলমণি ঘোষের কপালে বেশ কিছুটা কেটে যায়। এরপর তার সহকর্মীরা যারা ছিলেন তারা স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মাথার চিকিৎসা করা হলেও তার অবস্থার অবনতি হতে থাকে। এরপর তার মৃত্যু হয়।
তার সহকর্মীরা এবং কারখানার মালিক উদ্যোগী হয়ে তার পরিবারের সঙ্গে কথা বলার পর স্থানীয় শ্মশান ঘাটে নিয়ে যান তার দাহ করতে। কিন্তু সে বাঙালি হওয়ায় শ্মশান ঘাটে দাহ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। একই রকম ভাবে সেখানকার বেশ কয়েকটি শ্মশানে তার দেহ নিয়ে ঘোরা হয় দাহ করার জন্য কিন্তু কোথাও কোনওরকমেই দাহ করতে পারেনি তার মৃত দেহকে।
advertisement
advertisement
এরপর নিরুপায় হয়ে তার মালিক এবং তার সহকর্মীরা তার পরিবারের সঙ্গে কথা বলে শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে করে উত্তর ২৪ পরগনা টাকি পৌরসভার এক নম্বর ওয়ার্ডে নীলমণি বাবুর মৃতদেহ তার বাড়িতে পাঠিয়ে দেয়। টাকিতে তার পরিবার এবং প্রতিবেশীরা রাতেই তার শেষকৃত্য সম্পন্ন করেন।
advertisement
আরও পড়ুন: চা বাগানে শুয়ে ১২ ফুটের ‘যমদূত’! দেখেই পগারপার শ্রমিকরা, উদ্ধারেও কালঘাম ছুটল পরিবেশকর্মীদের
এই ঘটনায় ফের একবার বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অমানবিক ব্যবহারের বিষয়টি সামনে এসেছে। পাশাপাশি পরিবার এবং প্রতিবেশীরা এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতাশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 22, 2025 9:09 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঙালি বলেই কী! তামিলনাড়ুতে মৃত বাঙালি পরিযায়ী শ্রমিকের সঙ্গে যা ঘটল, জানলে লজ্জা পাবেন আপনিও