চা বাগানে শুয়ে ১২ ফুটের 'যমদূত'! দেখেই পগারপার শ্রমিকরা, উদ্ধারেও কালঘাম ছুটল পরিবেশকর্মীদের

Last Updated:

আসলে চা বাগানের ঝোপে শুয়ে ছিল একটি কিং কোবরা। যে সাপটিকে দেখেই ভয়ে তটস্থ হয়ে পড়েন শ্রমিকরা। স্বাভাবিকভাবেই কাজ বন্ধ হয়ে যায়।

১২ ফুটের কিং কোবরা উদ্ধার করলেন পরিবেশকর্মীরা
১২ ফুটের কিং কোবরা উদ্ধার করলেন পরিবেশকর্মীরা
শান্তনু কর, জলপাইগুড়ি: চা বাগানে কাজে ব্যস্ত শ্রমিকরা। আচমকা বন্ধ হয়ে গেল তাদের কাজ। তাদের কাজ বন্ধ হওয়ার পিছনে কোনও অসন্তোষ নয়, বরং তাদের কাজ বন্ধ হয়ে যাওয়ার পিছনে যে কারণ, তা হল ওঁত পেতে বসে থাকার ‘যমদূত’।
আসলে চা বাগানের ঝোপে শুয়ে ছিল একটি কিং কোবরা। যে সাপটিকে দেখেই ভয়ে তটস্থ হয়ে পড়েন শ্রমিকরা। স্বাভাবিকভাবেই কাজ বন্ধ হয়ে যায়। আর এর সঙ্গে সঙ্গেই ওই সাপ উদ্ধারের জন্য চলে তৎপরতা। সাপটিকে উদ্ধারের জন্য তারা পরিবেশ কর্মীদের খবর দেন। খবর পেয়ে পরিবেশকর্মীরা, ওই চা বাগানে আসেন। যে চা বাগানে এমন ঘটনাটি ঘটেছে সেটি হল জলপাইগুড়ির যাদবপুর চা বাগান।
advertisement
advertisement
জলপাইগুড়ির যাদবপুর চা বাগান থেকে প্রায় ১২ ফুট লম্বা কিং কোবরা সাপ উদ্ধার করলেন পরিবেশ কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে কাজ করার সময় আচমকা চা গাছের ফাঁকে কুচকুচে কালো রঙের বিশালাকার কিং কোবরা সাপটিকে শুয়ে থাকতে দেখেন শ্রমিকরা। বন্ধ হয়ে যায় চা পাতা তোলার কাজ। খবর পেয়ে পরিবেশ কর্মীরা গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় কিং কোবরা সাপ টিকে উদ্ধার করে গরুমারা বন্যপ্রাণী বিভাগের কর্মীদের হাতে তুলে দেন।
advertisement
পরিবেশ কর্মী নন্দু রায় জানিয়েছেন, সাপটি প্রায় ১২ ফুটের। সাপটি সম্পূর্ণ সুস্থ থাকার কারণে তাকে আজই পুনর্বাসন দেওয়া হবে। পরিবেশ কর্মীদের কথা অনুযায়ী বিকাল বেলায় কিং কোবরা সাপটিকে গরু মারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলেই জানা যাচ্ছে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
চা বাগানে শুয়ে ১২ ফুটের 'যমদূত'! দেখেই পগারপার শ্রমিকরা, উদ্ধারেও কালঘাম ছুটল পরিবেশকর্মীদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement