Dhanteras 2023: ধনতেরাসে রেকর্ড ঝাড়ু বিক্রি, সারা বছরের লাভ একদিনে ঘরে তুললেন ব্যবসায়ীরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
মহিলাদের ভিড় সামাল দিতে একসময় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথাও বলা হয় বাজার সমিতির তরফ থেকে। বছরে যে দোকানে খুব বেশি লোকের আনাগোনা হয় না সেই দোকানেও বিক্রি হয় কয়েক হাজার টাকার ঝাড়ু
উত্তর ২৪ পরগনা: এক রাতেই বড়লোক হয়ে গেলেন ঝাড়ু ব্যবসায়ীরা! ধনতেরাস উপলক্ষে ব্যাপক বিক্রি হলো ঝাড়ু। ফলে সারা বছরের লাভ একদিনেই ঘরে তুললেন ব্যবসায়ীরা।
উত্তর ভারতে ধনতেরাস উপলক্ষে ঝাড়ু কেনার চল বহুদিনের। সেই প্রথা অনুসরণ করতে শুরু করেছে বাঙালি পরিবারগুলিও। যা এই বছর ব্যাপক আকার ধারণ করে। শুক্রবার ছিল ধনতেরাস। সেই উপলক্ষে ঝাড়ু কেনার ঢল লক্ষ্য করা যায় বাঙালি গৃহিণীদের মধ্যে। জেলার বাজারগুলিতে ঝাড়ুর দোকানে উপচে পড়ে ভিড়। অন্যান্য দোকানগুলিতে ভিড় থাকলেও, ঝাড়ুর দোকানে দেখা যায় লাইন দিয়ে ঝাড়ু কিনতে।
advertisement
advertisement
অশোকনগর গোলবাজার এলাকায় মহিলাদের ভিড় দেখতে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। মহিলাদের ভিড় সামাল দিতে একসময় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথাও বলা হয় বাজার সমিতির তরফ থেকে। বছরে যে দোকানে খুব বেশি লোকের আনাগোনা হয় না সেই দোকানেও এদিন বিক্রি হল কয়েক হাজার টাকার ঝাড়ু। নারকেল ঝাড়ু, ফুল ঝাড়ু সহ এদিন প্রায় সমস্ত দোকানেরই স্টক খালি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। একদিনে প্রায় লক্ষাধিক টাকার ঝাড়ু বিক্রি হয় বাজারগুলিতে। উল্লেখ্য, অনেকে বিশ্বাস করেন ধনতেরসে ঝাড়ু কিনলে সংসারের মঙ্গলের পাশাপাশি ধনসম্পদ বৃদ্ধি পবে। এই ঝাড়ু কিনলে ঘরের অলক্ষ্মী বিদায় হয়। এমনই মতের দ্বারা প্রভাবিত হয়ে বাঙালি মহিলাদের মধ্যে ঝাড়ু কেনার এই হিড়িক লক্ষ্য করা গেছে বলে অনেকে মনে করছেন।
advertisement
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2023 6:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dhanteras 2023: ধনতেরাসে রেকর্ড ঝাড়ু বিক্রি, সারা বছরের লাভ একদিনে ঘরে তুললেন ব্যবসায়ীরা