গর্বের মুহূর্ত! ভিয়েতনামের ঐতিহাসিক হো চি মিন ট্রেইল-এ সাইকেল যাত্রায় ৩ বঙ্গ সন্তান! চিনে নিন তাঁদের
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:RAKESH MAITY
Last Updated:
তিন বঙ্গ সন্তান মলয় মুখার্জী, দেবাশীষ চক্রবর্তী ও পার্থ হাজরা হো চি মিন ট্রেইল সাইকেলে পাড়ি দিতে রওনা দিচ্ছেন। এই যাত্রার মূল বার্তা - পরিবেশ রক্ষা করো, বাঁচা পৃথিবী বাঁচাও।
হাওড়া: ভিয়েতনামের ঐতিহাসিক হো চি মিন ট্রেইল পাড়ি দিতে কলকাতা থেকে হ্যানয়ে উদ্দেশেরওনা দিচ্ছে তিন বঙ্গ সন্তান! এর আগে কোনও ভারতীয় অভিযাত্রী এই পথ সাইকেলে পাড়ি দেননি। এই পথ ভিয়েতনাম দেশের উত্তর ও দক্ষিণের যোগ সূত্র করেছে। তবে এই পথ, শুধু যে একটি যোগ সূত্রকারী পথ এমনটা কিন্তু নয়।
advertisement
একসময়ের এই দুর্গম পথ সে দেশের মানুষ তথা বিশ্ববাসীর কাছে অন্য ভাবে পরিচিত। ১৯৫৯ সালে দক্ষিণ ভিয়েতনামকে আমেরিকার আগ্রাসন থেকে মুক্ত করতে হো চি মিনের নেতৃত্বে ‘ ভিয়েতনাম কং ‘ নামের সেনাবাহিনী গঠন হয়। উত্তরের লাওস থেকে দক্ষিণের কম্বোডিয়া পর্যন্ত প্রায় ১২০০ কিমি জঙ্গলি পথে অস্ত্র এবং সেনাবাহিনী সরবরাহ করা হয়।
advertisement
আরও পড়ুন- ব্যাঙ্কে টাকা তুলতে এলেন মহিলা, ‘চেক’ এগিয়ে ধরতেই…ভয়ঙ্কর! এটা কী লেখা? ঘাম ছুটল ক্যাশিয়ারের
খবর মার্কিন সেনা তাঁবুতে পৌঁছতেই সেই পথ ধ্বংস করতে মার্কিন সেনা বিপুল পরিমাণে বোমা নিক্ষেপ করে। সেই রাস্তা ধ্বংসের পাশাপাশি অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে। বারুদের আঁচে শুধুই মৃত মানুষের দেহ। ঘটনার পর সেই রাস্তার নাম হয়েছিল ‘ভাজা মাংসের পাহাড়’ ও ‘মৃত্যুর দরজা’। আবার অনেকেই এই ভয়ানক পথকে ‘হারিয়ে যাওয়া আত্মার ঘাট’ হিসাবেও নামকরণ করে। তবে মার্কিন সেনার কাছে মাথা নত বা ভয়ে পিছিয়ে পড়েনি ভিয়েতনাম। আবারও সেই ধ্বংসাত্মক পথ ধরেই ভিয়েতনামের সাধারণ মানুষ লড়াইয়ে নামে। মার্কিন সেনার চোখ ফাঁকি দিয়ে। সেপথ দিয়ে সাইকেলে করে সেনাদের অস্ত্র ও খাবার যুগিয়ে ছিল তারা। কঠিন লড়াই শেষে দক্ষিণ ভিয়েতনাম আমেরিকার আগ্রাসন থেকে মুক্তি পায়। পরবর্তী সময়ে ভিয়েতনামের কিংবদন্তি নেতা হোচি মিন এর নামেই নামকরণ করা হয় ‘হো চি মিন ট্রেইল’।
advertisement
প্রায় ৯০০ কিমিসেই ঐতিহাসিক পথ সাইকেলে পাড়ি দিতে রওনা দিচ্ছে তিন বঙ্গ সন্তান। তিন অভিযাত্রীরা হলেন পর্বত আরোহী এভারেস্ট জয়ী মলয় মুখার্জী, সাংবাদিক দেবাশীষ চক্রবর্তী ও প্রকৃতিপ্রেমী পার্থ হাজরা। ৮ই ফেব্রুয়ারি কলকাতা থেকে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছে সেখান থেকেই সাইকেল যাত্রা শুরু করে বিখ্যাত হো চি মিন ট্রেইল। ইন্ডিয়া- ভিয়েতনাম বন্ধুত্বপূর্ণ এই সাইকেল যাত্রার মূল বার্তা – পরিবেশ রক্ষা করো, বাঁচা পৃথিবী বাঁচাও । তিনজন সাইকেল অভিযাত্রী ছাড়াও হাওড়া অ্যাডভেঞ্চার দলের বেশ কয়েকজন সদস্য তাদের উৎসাহিত এবং সহযোগিতা করতে ভিয়েতনাম পাড়ি দিচ্ছেন।
advertisement
ঐতিহাসিক এই যাত্রার আগে ক্রিকেটের নন্দনকাননে বাংলা তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ঋদ্ধিমান সাহা এবং লক্ষ্মী রতন শুক্লা শুভেচ্ছা জানান তিন অভিযাত্রীকে। হাওড়ার ক্লাইম্বের কাছে একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে সমবায় মন্ত্রী অরূপ রায় এবং হাওড়া নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠি অভিযাত্রীদের উৎসাহ দিতে তাঁদের জাতীয় পতাকা হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 04, 2025 6:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গর্বের মুহূর্ত! ভিয়েতনামের ঐতিহাসিক হো চি মিন ট্রেইল-এ সাইকেল যাত্রায় ৩ বঙ্গ সন্তান! চিনে নিন তাঁদের