CPIM: দুয়ারে সিপিএম! খেলা ঘোরানোর আপ্রাণ চেষ্টায় বামেরা! চাইছে 'আপনার মতামত'

Last Updated:

CPIM: রাজ্য ও স্থানীয় বিভিন্ন ইস্যুর ১৮ টি প্রশ্ন নিয়ে দুয়ারে বাম কর্মীরা। সঙ্গে রয়েছে 'ড্রপ বক্স '।

নতুন কর্মসূচিতে বামেরা
নতুন কর্মসূচিতে বামেরা
#দুর্গাপুর: দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে এবার বাড়ি বাড়ি হাজির বামেরা। দুয়ারে সরকারের পর এবার দুয়ারে বামেরা। বাড়ি বাড়ি প্রশ্নমালা নিয়ে হাজির বামেরা। 'দুয়ারে সিপিআইএম'। পুরসভা ভোটের আগে বামেদের নতুন উদ্যোগ 'আপনার মতামত'। বুধবার সকালে দুর্গাপুরের ২৮নং ওয়ার্ডের নামো সগড়ভাঙা এলাকায় এই কর্মূসূচি শুরু করল সিপিএম। লক্ষ্য জনসংযোগ।
তাই রাজ্য ও স্থানীয় বিভিন্ন ইস্যুর ১৮ টি প্রশ্ন নিয়ে দুয়ারে বাম কর্মীরা। সঙ্গে রয়েছে 'ড্রপ বক্স '। প্রশ্নের উত্তর দিয়ে ফেলতে হচ্ছে ওই ড্রপ বক্সে। দুর্গাপুরের ৪৩ টি ওয়ার্ডেই এই প্রশ্নপত্র নিয়ে হাজির লাল বাহিনী। এবার পুর ভোটে বামেদের জনসংযোগের প্রাথমিক ধাপ এটাই। রাজ্যে বেলাগাম দুর্নীতি, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের লক্ষে শিল্প, শিল্পের সম্পদ ও আবাসন রক্ষা, দ্রুত স্বচ্ছ পুর ভোট ও অস্তিত্বহীন পুর বোর্ডের নূন্যতম নাগরিক পরিষেবা সংক্রান্ত প্রশ্নের উত্তর চাওয়া হচ্ছে।
advertisement
advertisement
নাম গোপন করে দেওয়া যাবে উত্তর। ১৫ নভেম্বর পর্যন্ত ৩ ও ৪ নম্বর বরোর ১৫ টি ওয়ার্ডের ২০ হাজার পরিবারের দুয়ারে হাজির হবে বামেরা।
advertisement
এ বিষয়ে তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদার বলেন, ''পশ্চিমবঙ্গের মাটি থেকে মুছে গেছে CPIM। বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের মন করার চেষ্টা করছে।'' অপপ্রচার করে কোনও লাভ হবে না বলেও কটাক্ষ করেন তিনি।
---অর্পণ চক্রবর্তী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM: দুয়ারে সিপিএম! খেলা ঘোরানোর আপ্রাণ চেষ্টায় বামেরা! চাইছে 'আপনার মতামত'
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement