Bengal Bjp: টাকা নিয়েও প্রার্থী করেনি বিজেপি? বিধানসভার আগের অডিও রেকর্ড ভাইরাল! প্রবল অস্বস্তি গেরুয়া শিবিরে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bengal Bjp: নেতাকেই প্রার্থী করার লোভ দেখিয়ে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ বিজেপির প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে, ভাইরাল অডিও রেকর্ড। চরম অস্বস্তিতে গেরুয়া শিবির।
#নারায়ণগড়: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই নারায়ণগড় বিধানসভায় বিজেপি-র (Bengal Bjp) হয়ে প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল এলাকার দাপুটে নেতা জন্মেঞ্জয় খুঁটিয়াকে। তবে ভোটের পর হঠাৎই একরকম নিষ্ক্রিয় হয়ে যান জন্মেঞ্জয়। এবার নির্বাচনের প্রায় ১০ মাস পর তাঁর এক অডিও রেকর্ড ভাইরাল নেট দুনিয়ায়। আর তা ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া অডিও রেকর্ডে দাবি করা হচ্ছে, বিধানসভায় টিকিটের জন্য তাঁর কাছ থেকে নেওয়া হয়েছিল কয়েক হাজার টাকা। এমনকী কখনও সংগঠনের প্রচার, কখনও বা দলের হাইভোল্টেজ নেতাদের প্রচারের জন্যও তাঁর কাছ থেকে নেওয়া হয়েছে টাকা। (যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি News 18 Bangla Digital)
দলের তৎকালীন জেলা সভাপতি সমিত দাস (টুটুল) নিজে ও প্রতিনিধি মারফত টাকা নিয়েছে বলেও দাবি করা হচ্ছে এই কল রেকর্ডে। অথচ প্রতিশ্রুতিমতো মেলেনি বিধানসভা নির্বাচনে দলের হয়ে টিকিট। আর এখানেই দলের গুরুত্বপূর্ণ নেতার কাছে প্রতারিত হয়েছেন বলে মনে করছেন বিজেপির এই দাপুটে নেতা।
এই কল রেকর্ড প্রকাশ্যে আসার পরেই চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। জন্মেঞ্জয়ের দাবি, তিনি কোথাও কোনও অভিযোগ করবেন না। দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি জানে। তাঁরা নিশ্চয়ই ব্যবস্থা নেবে বলে আশাবাদী তিনি। তাঁর আরও সংযোজন, ''প্রতারক সব দলেই থাকে। এখানেও রয়েছে আর এর ফলেই দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।'' অভিযোগ অবশ্য সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন দলের প্রাক্তন জেলা সভাপতি তথা রাজ্য বিজেপির বর্তমান সহ সভাপতি সমিত দাস। তাঁর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই চক্রান্ত করা হচ্ছে তাঁর বিরুদ্ধে। এমন ঘটনার কোন সত্যতা নেই। অস্বস্তির মুখে পড়ে মুখ খুলতে রাজি নয় জেলা বিজেপি নেতৃত্ব। বিষয়টি জানা নেই বলে সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন জেলা বিজেপি সভাপতি তাপস মিশ্র।
advertisement
advertisement
উল্লেখ্য, ২০২১ এর বিধানসভা নির্বাচনে নারায়ণগড় বিধানসভায় বিজেপির টিকিটে ভোটে লড়াই করেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত রমাপ্রসাদ গিরি। ২৪১৬ ভোটে তৃণমূলের নেতা সূর্য অট্টের কাছে হেরে যান রমাপ্রসাদ গিরি। এরপর থেকেই ক্রমেই তলানিতে নারায়ণগড়ে বিজেপির সংগঠন।
advertisement
এমন অডিও রেকর্ড প্রকাশ্যে আসার পর কটাক্ষ করতে অবশ্য দেরি করেনি তৃণমূল শিবির। রূপা গঙ্গোপাধ্যায় থেকে তথাগত রায়ের উদাহরণ টেনে এনে বিজেপিকে বিঁধেছে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূল বিধায়ক অজিত মাইতির দাবি, ''বিজেপি যে টাকা নিয়ে প্রার্থীর টিকিট বিক্রি করে তা আগেই বলেছিল তথাগত রায়, রূপা গঙ্গোপাধ্যায়। শুধু জন্মেজয় নয় আরও অনেকের কাছে টাকা নেওয়া হয়েছে, বিজেপির রাজ্য নেতৃত্ব সব জানে। নিজেদের গা পরিষ্কার রাখার জন্য অন্যদের দিকে কাটমানির অভিযোগ তোলে বিজেপি।'' এই ঘটনা বিজেপির অন্দরের কলহকে আরও প্রকাশ্যে এনে দিল বলেই মত জেলার রাজনৈতিক বিশ্লেষকদের।
advertisement
---শঙ্কর রাই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 10, 2022 10:54 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Bjp: টাকা নিয়েও প্রার্থী করেনি বিজেপি? বিধানসভার আগের অডিও রেকর্ড ভাইরাল! প্রবল অস্বস্তি গেরুয়া শিবিরে