Belur Math: দেড় মাস পর খুলল বেলুড় মঠ, ভক্তদের জন্য বেঁধে দেওয়া হল সময়
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত ২৬ ডিসেম্বর স্বামীজির জন্মতিথি পালনের পর ২৭ তারিখ বেলুড় মঠ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় (Belur Math)।
#হাওড়া: প্রায় দেড় মাস পরে আবার খুলে গেল বেলুড় মঠ। করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল বেলুড় মঠ (Belur Math)৷
গত ২৬ ডিসেম্বর স্বামীজির জন্মতিথি পালনের পর ২৭ তারিখ বেলুড় মঠ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। কারণ করোনা আক্রান্তের সংখ্যা বিপুল পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ভিড় এড়াতে চেয়েছিল বেলুড় মঠ কর্তৃপক্ষ৷
advertisement
প্রথমে ঠিক ছিল, ৩ জানুয়ারি পর্যন্ত বেলুড় মঠ বন্ধ থাকবে। কিন্তু পরবর্তীকালে অনির্দিষ্টকালের জন্য মঠ বন্ধ করে দেওয়া হয়। রাজ্য জুড়েও জারি হয় সরকারি বিধিনিষেধ৷
advertisement
তবে গত কয়েক সপ্তাহে রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে৷ দৈনিক আক্রান্তের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে৷ সেই কারণেই বেলুড় মঠের অছি পরিষদের বৈঠকে ফের মঠ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়৷ আজ ২৩ ফেব্রুয়ারি থেকে সমস্ত রকম কোভিড বিধি মেনে ভক্তদের জন্য খুলে গেল বেলুড় মঠ।
advertisement
বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং বিকেল সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভক্তরা মঠে প্রবেশ করতে পারবেন। এই সময়ের মধ্যে ঠাকুর দর্শন, মহারাজকে দূর থেকে প্রণাম ইত্যাদি হলেও আরতি দেখা যাবে না বা কোনও প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে না। শুধুমাত্র আগামী ৪ মার্চ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম তিথিতে ভক্তদের প্রবেশের সময়সীমা বাড়ানো এবং প্রসাদ বিতরণ করা হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 23, 2022 9:27 AM IST