চাঁদার জুলুমবাজি, যুবককে মারধর! ২ সাগরেদ সহ গ্রেফতার যুব তৃণমূল নেতা রোহিত

Last Updated:

তদন্তে নেমে রোহিত সিং সহ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ডিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
কামারহাটি, উত্তর ২৪ পরগণা, সুবীর দে: চাঁদার জুলুবাজির প্রতিবাদ করেছিলেন যুবক। তারপর আদিত্য মহান্তি নামের ওই যুবকে ব্যাপক মারধর করা হয়। বেলঘড়িয়ার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনায় পুলিশের দারস্থ হয়েছিলেন আক্রান্ত যুবকের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করল পুলিশ।
প্রসঙ্গত, এই মারধরের ঘটনায় অভিযোগ ছিল স্থানীয় যুব তৃণমূল নেতা রোহিত সিং ও তার দলবলের দিকে। ঘটনার তদন্তে নেমে রোহিত সিং সহ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ডিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। কেন প্রতিবাদী যুবক আদিত্য মহান্তিকে মারধর করা হয়েছিল, সেই বিষয়টি জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।
আরও পড়ুন : প্রেমিকার একাধিক সম্পর্ক, নিত্যদিন অশান্তি! নিজের চরম ক্ষতি করে দিল প্রেমিক 
জানা গিয়েছে, প্রতিবাদী আদিত্য মহান্তিকে মারধরের ঘটনায় বেলঘড়িয়া থানার পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করছে। কি কারনে আদিত্য বাবুকে এমন ভাবে মারধর করা হয়েছিল, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। জিজ্ঞাসাবাদের পর রোহিত সিং সহ সৌরভ ও সায়নকে গ্রেফতার করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।
advertisement
advertisement
উল্লেখ্য, বেলঘরিয়ার একদা ত্রাস জয়ন্তর কার্যকলাপ অতীতে বহুবার সংবাদের শিরোনামে উঠে এসেছে। তিনি এখন জেলে। এই অবস্থায় এলাকার নতুন ত্রাস হয়ে উঠেছেন রোহিত সিং। এবার চাঁদা জুলুমবাজির প্রতিবাদ করায় যুবককে মারধরের ঘটনায় নাম উঠেছে এই যুব তৃণমূল নেতার। তারপরেই আদিত্য মহান্তিকে মারধরের ঘটনায় রোহিত সহ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চাঁদার জুলুমবাজি, যুবককে মারধর! ২ সাগরেদ সহ গ্রেফতার যুব তৃণমূল নেতা রোহিত
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement