South 24 Parganas News : বাজার দখল করেছে পেটকাটি, চাঁদিয়াল আর ময়ূরপঙ্খীতে! আসছে বিশ্বকর্মা পুজো
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Debolina Adhikari
Last Updated:
মাঝে আর কয়েকটা দিন তারপরেই বাঙালির আরও এক উৎসব বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা পুজো। এই পুজো যেন বাঙালির শারদীয়া উত্সবের আগমনী বার্তা নিয়ে আসে। বিশ্বকর্মা পুজো মানেই আকাশ জুড়ে ঘুড়ির মেলা। বিভিন্ন ধরনের ঘুড়ি যা পেটকাটি, চাঁদিয়াল, ময়ূরপঙ্খী, মুখপোড়া
দক্ষিণ ২৪ পরগনা: মাঝে আর কয়েকটা দিন তারপরেই বাঙালির আরও এক উৎসব বিশ্বকর্মা পূজা। এই পুজো যেন বাঙালির শারদীয়া উত্সবের আগমনী বার্তা নিয়ে আসে।
বিশ্বকর্মা পুজো মানেই আকাশ জুড়ে ঘুড়ির মেলা। বিভিন্ন ধরনের ঘুড়ি৷ পেটকাটি, চাঁদিয়াল, ময়ূরপঙ্খী, মুখপোড়া আরও কত নামের ঘুড়ি যে আকাশ আলো করে থাকে তা আর নতুন করে বলার কিছু নেই। বিশ্বকর্মা পুজোর সকাল থেকেই শরতের আকাশের দখল নেয় রঙবাহারি ঘুড়ির দল।
advertisement
advertisement
বিভিন্ন ঘুড়ির দোকানে বিশাল ভিড়ও নজর কেড়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরে গঞ্জের বাজারে প্রতি বছরের মতো এই বছর রাস্তার দুই ধারে বসেছে একের পর এক ঘুড়ির দোকান।
আর তাই বিশ্বকর্মা পুজোর দোকানে ভিড় জমতে দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের সুতোর কদরও বেড়েছে। আগে যে কোন সুতো দিয়েই ঘড়ি উড়ানো হতো। এখন আবার নানা ধরনের মাঞ্জা এসেছে।
advertisement
আগে কাচের গুঁড়োর মাঞ্জার জায়গায় এখন বাজার দখলে পাল্লা দিচ্ছে চিনের মাঞ্জা। যা বেশ ভাল ধার। শক্তপোক্তও বটে। ফলে অনেকেই এখন চিনা মাঞ্জার দিকে ঝুঁকেছেন।
চমক রয়েছে ঘুড়িতেও। পশ্চিমবঙ্গে সাধারণত চৌকো ঘুড়ির বাজার। সে কাগজের হোক বা প্লাস্টিকের। এখন আবার সেই প্রচলিত ধরনে থাবা বসিয়েছে বিভিন্ন বাহারি ঘুড়ি। যা সবসময় চৌকো নয়। চিনে যেমন নানা ধরণের আকৃতির ঘুড়ি দেখা যায়। এখন রাজ্যের বিভিন্ন জায়গাতেও ঘুড়িপ্রেমীদের হাতে সেই সব ঘুড়ি শোভা পাচ্ছে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 11, 2024 3:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News : বাজার দখল করেছে পেটকাটি, চাঁদিয়াল আর ময়ূরপঙ্খীতে! আসছে বিশ্বকর্মা পুজো







