Jhargram News : বর্ষবরণের আগে জঙ্গলমহলের আমাজনে উপচে পড়ছে পর্যটকের ভিড়
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Buddhadev Bera
Last Updated:
আমাজনের জঙ্গল নামে পরিচিত কনক অরণ্যের মধ্যে রয়েছে শতাব্দি প্রাচীন দেবী কনক দুর্গার মন্দির। পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা ডুলুং নদী। বর্ষবরণের আগে উঠে পড়ছে পর্যটকের ভিড়।
ঝাড়গ্রাম : আর মাত্র কয়েকটা দিন পরেই নতুন বছর। বর্ষবরণের আগেই পর্যটকের ঢল উপচে পড়ছে জঙ্গলমহলে। জঙ্গলমহলের আমাজনের জঙ্গল নামে পরিচিত কনক অরণ্যের জঙ্গলের মধ্যেও উপচে পড়ছে পর্যটকের ঢল। ডুলুং নদীর তীরে আমাজন অববাহিকা রেন ফরেস্টের মতো নিরবিচ্ছিন্ন জঙ্গলের মধ্যে রয়েছে দেবী কনক দুর্গা। শতাব্দি প্রাচীর দেবী কনক দুর্গার মন্দির দর্শনের পাশাপাশি রেন ফরেস্টে বেড়ানোএবং ডুলুং নদীর তীরের মনোরম পরিবেশের সময় কাটানোর জন্য উপচে পড়ছে দূর দূরান্তের পর্যটকদের ভিড়।
সকাল সকাল চিল্কিগড় কনক দূর্গা মন্দিরে বহু পর্যটক দেবী কনক দুর্গর পুজো দিয়ে তারপরেই তারা দিনের ভ্রমণ শুরু করছে। মন্দির প্রাঙ্গণে রয়েছে কয়েকশো হনুমান। এছাড়াও মন্দিরের পাশে বয়ে যাওয়া ডুলুং নদীর তীরে বসে দিব্যি সময় কাটাচ্ছে পর্যটকরা। মন্দিরে পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী মন্দির প্রাঙ্গনে পাওয়া যায়। ফলে বেড়ানওর পাশাপাশি মাতৃ আরাধনাও করতে পারছে পর্যটকরা।
advertisement
ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিল্কিগড়ে রয়েছে কনক অরণ্য। জঙ্গলমহলের আর পাঁচটা জঙ্গলের তুলনায় কনক অরণ্যের জঙ্গল সম্পূর্ণ আলাদা।আমাজন অববাহিকার রেন ফরেস্টের মত লতানোপেঁচানো গাছের গভীর জঙ্গল রয়েছে। দিনের বেলা তো জঙ্গলের অনেক জায়গায় সূর্যের আলো ছুটে পারে না মাটি। কনক অরণ্যের পাশ দিয়ে বয়ে গেছে ডুলুং নদী।
advertisement
advertisement
কনক অরণ্য প্রায় ৬০ একর জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে। এরমধ্যে ৩৮৮টি বিভিন্ন প্রজাতির ভেষজ গুল্ম গাছ এবং লতা গুল্ম সহ ১১৫ টি ঔষধি গাছ রয়েছে। এর মধ্যে কিছু গাছ ও লতা গুল্ম জাতীয় গাছ বিলুপ্তপ্রায় রয়েছে। তাই এই নিরবিচ্ছিন্ন জঙ্গলটিকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে।
advertisement
বর্ষবরণের আগে পর্যটকদের ঢল নামায় যেমন ভিড় বাড়ছে চিল্কিগড় মন্দির প্রাঙ্গনে ঠিক তেমনইআর্থিক অবস্থা সচ্ছল হচ্ছে চিল্কিগড়ের পর্যটন স্থলকে কেন্দ্র করে জীবিকা নির্বাহকরি ব্যক্তিদের।
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 27, 2024 8:41 PM IST