Beekeeping: সীমান্তে চোরাচালান রুখবে মৌমাছি!

Last Updated:

Beekeeping: সীমান্তের কাঁটাতারে মৌমাছির লালন পালনে একদিকে যেমন সুরক্ষার বিষয়টি নিশ্চিত হচ্ছে অন্যদিকে তেমনই উপার্জনের পথ খুলে গিয়েছে

+
চোরাচালাল

চোরাচালাল রুখতে গ্রামবাসীদের সঙ্গে যৌথভাবে মৌচাক পালন বিএসএফের

নদিয়া: মৌমাছির সাহায্যে আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান ঠেকাবে বিএসএফ! নদিয়া জেলার ভারত-বাংলাদেশ হেমন্ত চোরাচালনের জন্য বহুদিন ধরে কুখ্যাত। সেই চোরাচালানে রাশ টানতে সীমান্তরক্ষী বাহিনীদের উদ্যোগে সীমান্তের কাঁটাতারে পালন করা হচ্ছে মৌচাক।
এদিকে সীমান্তের কাঁটাতারে মৌমাছির লালন পালনে একদিকে যেমন সুরক্ষার বিষয়টি নিশ্চিত হচ্ছে অন্যদিকে তেমনই উপার্জনের পথ খুলে গিয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাদিপুর সীমান্তে বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে বিশ্ব মৌমাছি পালন দিবস পালন করা হল সম্প্রতিI বিএসএফএ ৩২ নম্বর ব্যাটেলিয়ান আসার পর নদিয়া জেলায় প্রথম কাদিপুর বিওপিতে তারা মৌমাছি পালন শুরু করে ওই এলাকার উন্নয়নের জন্যI এই ব্যাটেলিয়ান আসার পর গ্রামের বিভিন্ন মহিলা এবং পুরুষরা এই কাজে যুক্ত হয় এবং তাঁরা এর মাধ্যমে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠছেন।
advertisement
advertisement
এই উদ্যোগের পাশাপাশি মৌমাছি পালন করার ফলে সীমান্তে সুরক্ষার বিষয়টিও অনেকটা জোরদার করা সম্ভব হয়েছে। বিএসএফের মতে, সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠলে চোরাচালানে রাশ টানা সহজ হবে।
প্রায় এক বছর ধরে বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ান কাদিপুর গ্রামের বিভিন্ন যুবক-যুবতীদের নিয়ে এই মৌমাছি পালন করে চলেছে। এলাকার সাধারণ মানুষের এই কাজে উৎসাহ উদ্দীপনা বিশেষ লক্ষ্য করা গেছে। এদিনের এই অনুষ্ঠানে সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিদের উপস্থিতি ছিল যথেষ্ট চোখে পড়ার মত। বিএসএফের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Beekeeping: সীমান্তে চোরাচালান রুখবে মৌমাছি!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement