Tribal Village: গোটা গ্রামটাই যেন আস্ত এক ছবি! একবার ঘুরে আসুন

Last Updated:

Tribal Village: বক্রেশ্বর নদীর ধারে ১৩ বিঘা জমিতে গড়ে উঠেছে গুরুকুল নাট‍্য আশ্রম।বীরভূম সংস্কৃতি সংস্থার উদ‍্যোগে সেখানে কোভিভ সময় থেকে চলছে বাচ্চাদের স্কুল। সেই গ্রামের সকল বাড়ির দেওয়াল ভরে উঠল নানান ছবিতে

আস্ত এক ছবি গ্রাম
আস্ত এক ছবি গ্রাম
বীরভূম: এটা যেন এক আস্ত ছবির গ্রাম। আর সেখানে ছবিই কথা বলে। আদিবাসী গ্রামের দেওয়ালে রং তুলিতে আঁকা লতা-পাতা, গাছ-গাছালি দেখে চোখ জুড়িয়ে যাবে আপনার। মাটির ঘরের দেওয়ালটাই যেন ক‍্যানভাস। রবিবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলে দেওয়ালে দেওয়ালে ছবি আঁকা। প্রায় চল্লিশ জন আদিবাসী শিশু এই ছবি আঁকায় অংশ গ্রহণ করে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে এতে অংশ গ্রহণকারীর সংখ‍্যা আনুমানিক প্রায় শতাধিক।
বোলপুর মহকুমার চৌহট্টা মহোদরী-১ পঞ্চায়েতের অধীন কালিকাপুর আদিবাসী গ্রামে গেলেই এই অপূর্ব দৃশ্য দেখতে পাবেন। রাজ‍্যের বিভিন্ন জেলা থেকে দশজন গাইড শিল্পী হাজির ছিলেন। এছাড়াও একদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের বিখ‍্যাত অভিনেতা রাজীব বার্মা, তাঁর স্ত্রী তথা জয়া ভাদুরীর বোন রীতা ভাদুরী এবং প্রদীপ ভট্টাচার্যের মত বড়ো মাপের নাট‍্য ব‍্যক্তিত্ব। বক্রেশ্বর নদীর ধারে ১৩ বিঘা জমিতে গড়ে উঠেছে গুরুকুল নাট‍্য আশ্রম।বীরভূম সংস্কৃতি সংস্থার উদ‍্যোগে সেখানে কোভিভ সময় থেকে চলছে বাচ্চাদের স্কুল।
advertisement
advertisement
এখানে ৭০ জন আদিবাসী শিশু পড়াশোনা ছাড়াও নাচ, গান, আবৃত্তি এবং অঙ্কন শেখে। পাশাপাশি। এখানে চাষবাস করে ওই পড়ুয়ারাই। বিভিন্ন সবজি উৎপাদন করেন তারা। শুধু তাই নয়, এখানে নাটকের ওয়ার্কশপ হয়। ইতালি থেকে জুলিয়ার দলও ওয়ার্কশপ করেছেন এই নাট‍্য আশ্রমে। আদিবাসী নাট‍্যগ্রামে আদিবাসী ঘরাণায় ঘর। বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্ণধার উজ্জ্বল মুখোপাধ‍্যায় এই একদিনের তুলি রং দিয়ে প্রকৃতিতে আঁকড়ে ধরার নির্দেশক। তিনি জানান, নাট‍ক একটি মিশ্র কলা। সংস্কৃতির সমাহার। তাই শুধু নাটক নয়, আছে সঙ্গীত, নৃত্য, অঙ্কন – সবটা মিলে একটা ছবি।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tribal Village: গোটা গ্রামটাই যেন আস্ত এক ছবি! একবার ঘুরে আসুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement