Nadia News: কলেজে শিক্ষকের বদলে ক্লাস নিচ্ছেন বিডিও! কী পড়ালেন জানলে আরও চমকে উঠবেন
- Reported by:MAINAK DEBNATH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
কীভাবে নিজের মোবাইল থেকে অথবা যে কোনও সাইবার ক্যাফে কিংবা সরকারি সহায়তা কেন্দ্রগুলি থেকে নিজের নাম প্রথমবারের জন্য ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করা যায় সে বিষয়ে
নদিয়া: স্কুল-কলেজে শিক্ষক-শিক্ষিকারাই সাধারণও ছাত্রছাত্রীদের ক্লাস নিয়ে থাকেন। তবে এবার বিডিও এসে শান্তিপুর কলেজের পড়ুয়াদের ক্লাস নিলেন। শান্তিপুর কলেজে স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ক্লাস নিলেন বিডিও।
কলা, বাণিজ্য, বিজ্ঞান সব বিভাগের স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়াদের নিয়ে এদিন শান্তিপুর কলেজে রীতিমত ক্লাস নিলেন স্থানীয় বিডিও সন্দীপ ঘোষ। তবে এই ক্লাস অন্য আর পাঁচটা সাধারন ক্লাসের মতন পাঠ্যসূচী ভিত্তিক নয়। সেখানে আলোচিত হয় কীভাবে নিজের মোবাইল থেকে অথবা যে কোনও সাইবার ক্যাফে কিংবা সরকারি সহায়তা কেন্দ্রগুলি থেকে নিজের নাম প্রথমবারের জন্য ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করা যায় সে বিষয়ে। এমনকি আত্মীয় পরিজন, পরিচিতদের নামের বানান ভুল কিংবা ঠিকানা পরিবর্তন অথবা ভোটার লিস্ট থেকে মৃত ব্যক্তির নাম কীভাবে বাদ দিতে হয় তাও সুনির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে নিজেদের মোবাইল থেকেই দেখে নিলেন ছাত্র-ছাত্রীরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এ বিষয়ে বিডিও বলেন, সমস্ত বিদ্যালয় এবং সরকারি প্রতিষ্ঠানে বিএলও নামে বিভিন্ন ব্যক্তিবর্গ এই কাজ করছেন দীর্ঘদিন যাবৎ। তবে তারই চূড়ান্ত প্রস্তুতি হিসেবে আজ শান্তিপুর কলেজকে বেছে নেওয়া হয়েছে। যেহেতু কলেজের প্রথম বর্ষের ছাত্রদের বেশিরভাগই প্রথমবারের ভোটার হয়ে থাকে, ফলে তাদের মধ্যে বিষয়টি নিয়ে উৎসাহ বেশি থাকবে। আর তাই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 12, 2023 5:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: কলেজে শিক্ষকের বদলে ক্লাস নিচ্ছেন বিডিও! কী পড়ালেন জানলে আরও চমকে উঠবেন









