Bayron Biswas: কংগ্রেস ছেড়ে বায়রন বিশ্বাস কেন তৃণমূলে? 'ফাঁস' করলেন তৃণমূল বিধায়ক! তুমুল বিতর্ক
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Bayron Biswas: করণদিঘির তৃণমূল বিধায়কের জনসভার ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে৷ শুধু তাই নয়, স্থানীয় নির্দল প্রার্থীকে জনসভা থেকে হুমকিও দিয়েছেন তৃণমূল বিধায়ক গৌতম পাল।
সাগরদিঘি: নির্বাচনে প্রচারে ভাষণ দিয়ে বিতর্কে জড়ালেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। ভোটে কংগ্রেস-সিপিআইএম জোট জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে৷ এই কারণেই সাগরদিঘিতে বায়রন বিশ্বাস বাধ্য হয়েছে তৃণমূলে যোগ দিতে। তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি।
করণদিঘির তৃণমূল বিধায়কের জনসভার ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে৷ শুধু তাই নয়, স্থানীয় নির্দল প্রার্থীকে জনসভা থেকে হুমকিও দিয়েছেন তৃণমূল বিধায়ক গৌতম পাল। তাঁর কথায়, নির্দল প্রার্থী জিতলেও তাকে জিততে দেবেন না তিনি। পাশাপাশি চাকুলিয়ার বিধায়ক ও করণদিঘি বিধায়ক মিলে তাকে স্যান্ডউইচ বানিয়ে দেবেন বলে দাবি গৌতমবাবুর।
advertisement
advertisement
স্বাভাবিক ভাবেই বিরোধীরা এই বিষয়ে সরব হয়েছেন। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন, সরকারি প্রকল্প ভোটের ফলের জন্য বন্ধ করার হুমকি দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন গৌতম পাল। জনগণ অবশ্য তৃণমূল বাহিনীকে দেখে নিতে কাচা বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকবেন বলেও মন্তব্য করেন তিনি।
advertisement
প্রসঙ্গত, সাগরদিঘি উপনির্বাচনে জিতলেও মাস কয়েকের মধ্যেই তৃণমূলে যোগ দেন বায়রন বিশ্বাস। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। সাগরদিঘিতে জয়ের ৩ মাসের মধ্যে দলবদল করেন তিনি। তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য করেন বায়রন। দলবদলের পর বায়রন বিশ্বাস বলেন, ‘কংগ্রেসে কাজ করতে পারছিলাম না, আমি বরাবরই তৃণমূলে ছিলাম’।
মুক্তা সরকার, উত্তর দিনাজপুর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2023 11:06 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bayron Biswas: কংগ্রেস ছেড়ে বায়রন বিশ্বাস কেন তৃণমূলে? 'ফাঁস' করলেন তৃণমূল বিধায়ক! তুমুল বিতর্ক