Bayron Biswas: কংগ্রেস ছেড়ে বায়রন বিশ্বাস কেন তৃণমূলে? 'ফাঁস' করলেন তৃণমূল বিধায়ক! তুমুল বিতর্ক

Last Updated:

Bayron Biswas: করণদিঘির তৃণমূল বিধায়কের জনসভার ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে৷ শুধু তাই নয়, স্থানীয় নির্দল প্রার্থীকে জনসভা থেকে হুমকিও দিয়েছেন তৃণমূল বিধায়ক গৌতম পাল।

বায়রনকে ঘিরে বিস্ফোরক মন্তব্য
বায়রনকে ঘিরে বিস্ফোরক মন্তব্য
সাগরদিঘি: নির্বাচনে প্রচারে ভাষণ দিয়ে বিতর্কে জড়ালেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। ভোটে কংগ্রেস-সিপিআইএম জোট জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে৷ এই কারণেই সাগরদিঘিতে বায়রন বিশ্বাস বাধ্য হয়েছে তৃণমূলে যোগ দিতে। তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি।
করণদিঘির তৃণমূল বিধায়কের জনসভার ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে৷ শুধু তাই নয়, স্থানীয় নির্দল প্রার্থীকে জনসভা থেকে হুমকিও দিয়েছেন তৃণমূল বিধায়ক গৌতম পাল। তাঁর কথায়, নির্দল প্রার্থী জিতলেও তাকে জিততে দেবেন না তিনি। পাশাপাশি চাকুলিয়ার বিধায়ক ও করণদিঘি বিধায়ক মিলে তাকে স্যান্ডউইচ বানিয়ে দেবেন বলে দাবি গৌতমবাবুর।
advertisement
advertisement
স্বাভাবিক ভাবেই বিরোধীরা এই বিষয়ে সরব হয়েছেন। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন, সরকারি প্রকল্প ভোটের ফলের জন্য বন্ধ করার হুমকি দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন গৌতম পাল। জনগণ অবশ্য তৃণমূল বাহিনীকে দেখে নিতে কাচা বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকবেন বলেও মন্তব্য করেন তিনি।
advertisement
প্রসঙ্গত, সাগরদিঘি উপনির্বাচনে জিতলেও মাস কয়েকের মধ্যেই তৃণমূলে যোগ দেন বায়রন বিশ্বাস। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। সাগরদিঘিতে জয়ের ৩ মাসের মধ্যে দলবদল করেন তিনি। তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য করেন বায়রন। দলবদলের পর বায়রন বিশ্বাস বলেন, ‘কংগ্রেসে কাজ করতে পারছিলাম না, আমি বরাবরই তৃণমূলে ছিলাম’।
মুক্তা সরকার, উত্তর দিনাজপুর
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bayron Biswas: কংগ্রেস ছেড়ে বায়রন বিশ্বাস কেন তৃণমূলে? 'ফাঁস' করলেন তৃণমূল বিধায়ক! তুমুল বিতর্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement