CPIM: বামেদের কি ভয় পাচ্ছে তৃণমূল? জয়নগরে যা ঘটল, বড় দাবি করল সিপিআইএম!

Last Updated:

CPIM: অভিযোগ, তাকে অপহরণ করে নিয়ে গিয়ে মারধরে করে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। শরীরে যাতে রক্তের দাগ না থাকে তার জন্য গায়ের জামা খুলে নেওয়ার অভিযোগও উঠেছে।

সিপিআইএম-এর বড় দাবি
সিপিআইএম-এর বড় দাবি
জয়নগর: জয়নগরের পর এবার কুলতলিতে বামেদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কুলতলির মেরিগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর বুথের সিপিআইএম প্রার্থী মর্জিনা সরদারের সমর্থনে গ্রামে প্রচার করার অপরাধে ,অপহরণ ও মারধোরের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে।
অভিযোগ, তাকে অপহরণ করে নিয়ে গিয়ে মারধরে করে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। শরীরে যাতে রক্তের দাগ না থাকে তার জন্য গায়ের জামা খুলে নেওয়ার অভিযোগও উঠেছে। আহত সিপিআইএম সমর্থক জাকির সরদার। পুলিশ তাকে উদ্ধার করেছে। আহত জাকিরকে জামতলা হাসপাতালে চিকিৎসার করানো হয়। পরে কুলতলি থানায় অভিযোগ করেন জাকির সরদার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
যদিও তৃণমূলের বিরুদ্ধে অপহরণ করে মারধরের ঘটনা অস্বীকার করেছেন তৃণমূলের কুলতলির ব্লক সভাপতি পিন্টু প্রধান। তার অভিযোগ, পারিবারিক ঘটনাকে রাজনৈতিক রং লাগাচ্ছে সিপিআইএম। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।
advertisement
এদিকে, কংগ্রেস প্রার্থীর স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। গুরুতর আহত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি মহিলা। ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানার ভাবতা এক নম্বর পঞ্চায়েতে। কংগ্রেস প্রার্থী সিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রী বাড়িতে বাড়িতে প্রচার করছিলেন। সেই সময় তার ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। পারভিন নাসরিনকে বেধড়ক মারধর করে তারা। বেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM: বামেদের কি ভয় পাচ্ছে তৃণমূল? জয়নগরে যা ঘটল, বড় দাবি করল সিপিআইএম!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement